শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে গড়ে ওঠা দুইটি ইট ভাটার মালিককে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার এবং কাঠ পোড়ানোর অপরাধে আট লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী বলেন, 'হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তাছাড়া অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার এবং কাঠ পোড়ানোর অপরাধে এ জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় উপজেলার বাহারছড়া এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ধারায় এম.বি.এম ব্রিকস ও খাজা আজমির ব্রিকস কে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.