শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে আধুনিক কৃষি প্রযুক্তির ১২টি স্টল নিয়ে শনিবার (২৯ জুলাই) বাঁশখালী কৃষি অফিস চত্বরে তিনদিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সালেক এর সার্বিক ব্যবস্থাপনায় তিনদিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালি শেষে কৃষি অফিস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ আবু সালেক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমেদ তারেক এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান গণি।
মেলায় ১২টি স্টলে কৃষি প্রযুক্তি কর্ণার, কৃষকের উৎপাদিত ফল ও সবজি পণ্য, উদ্যোক্তা, তথ্য ও ডিজিটাল প্রযুক্তি কর্ণার, কৃষি যন্ত্রপাতি কর্ণার, বিভিন্ন নার্সারীর ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিক্রি করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.