বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা না পেয়ে জোরপূর্ব জায়গা দখলের চেষ্টায় রাতের আঁধারে বাউন্ডারি দিয়ে ঘেরা জায়গার ভিতরে বেড়া ও টিনের ছাউনি দিয়ে নির্মাণকৃত প্রবাসীর মালঘরের (স্টোর রুম) পিলার উপড়ে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং মালামাল লুটপাটের ঘটনায় বাঁশখালী থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ঘর মালিকের বড় ভাই মোজাফ্ফর আহমদ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে দশজনের নাম উল্লেখ করে অভিযোগটি করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এর আগে সোমবার রাতে বিবাদীর ভাই প্রবাসীদের নির্মাণকৃত ঘরে আগুন দিয়েছে উল্লেখিত আসামীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, 'সোমবার রাত অনুমানিক ৩টায় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২ নম্বর ওয়ার্ডের চিতা মার্কেট সংলগ্ন প্রবাসী জাবের হোছেন, আমির হোছেন, হাফেজ নুর হোছেনের ক্রয়কৃত জায়গায় নির্মিত ঘরে অগ্নিসংযোগ করে শীলকূপ ইউনিয়নের পশ্চিম শীলকূপ মোয়াজ্জিন পাড়ার মো. ইদ্রিস, ইলিয়াছ, বাবু, মো. ইউনুছ গং। মালঘরে থাকা লোহার রড, সিমেন্টের বস্তা ও নির্মাণ সরাঞ্জম লুট করে নিয়ে যায় আসামীরা।
অভিযোগকারী মোজ্জাফ্ফর আহমদ আরো বলেন, 'চাম্বল ইউপির সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ ওসমান গণি গংদের থেকে আমার প্রবাসী ছোট ভাইয়েরা ২০২১ সালে রেজিঃ দলিল নং-৮০৪৬ মূলে খরিদ করে জায়গার পরিমাণ বুঝে নিয়ে দখলে থাকে। বিএস ৩৩০ দাগ, বিএস খতিয়ান ১৮০৫ মূলে ১২ শতক (৬ গন্ডা) জায়গার উপর ভিটি করার জন্য মাটি ভরাট করলে আসামীদের কুদৃষ্টি পড়ে। ঘর করলে চাঁদা দিতে হবে মর্মে হুমকি দেয়। চাঁদা না পেয়ে রাতের আঁধারে ঘরে আগুন জালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, 'অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.