
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পৌরসভা সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মিয়ার বাজার চৌধুরী মার্কেটের অস্থায়ী কার্যালয়ে পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী ও বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর প্রণব কুমার দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শহিদ উল্লাহ্, সেক্রেটারী মামুনুর রশিদ।
এ সময় অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সকল নাগরিক নিজ নিজ ধর্ম আনন্দের সাথে প্রতিপালন করবে। এটা নাগরিক অধিকার। প্রশাসনের পাশাপাশি এ বছর আরো ঝাঁকঝমকভাবে নির্ভীঘ্নে পূজা উদযাপনের লক্ষে জামায়াত ইসলাম সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সনাতনী সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগীতা আগামীতেও অব্যাহ থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সিরাজ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঁশখালী পৌরসভা শাখার সভাপতি কাজী এমরানুল হক, পৌরসভা যুব ফোরামের সভাপতি মাওলানা হোবাইবুর রহমানসহ পৌরসভা সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।