শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের ভেতরে খেলতে খেলতে সাপের কামড়ে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম হাদিকা সোলতানা নুসরাত। সে ওই এলাকার মুহাম্মদ জাকের হোছেনের একমাত্র কন্যা।
জানা যায়, ঘরের একটি কক্ষে শিশু হাদিকা খেলছিল। পাশের দরোজায় শিশুটির মা ব্যস্ত ছিলেন গৃহকর্মে। হঠাৎ ধানের বস্তা ও আলনার ফাঁক দিয়ে ‘কালো জাওরা’ (স্থানীয় নাম) নামে একটি বিষধর সাপ বের হয়ে শিশুটির বাম পায়ের মধ্য আঙুলে কামড় বসিয়ে দেয়।
শিশুটি "আম্মু" বলে চিৎকার করলে মা দৌড়ে এসে দেখতে পান সাপটি বাড়ির বাঁশের খুঁটিতে প্যাঁচিয়ে আছে। এ সময় শিশুটিকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাদিকার পিতা জাকের হোছেন বলেন, “আমার মেয়েটি ঘরের ভেতর মোবাইলের চার্জার নিয়ে খেলছিল। হঠাৎ সাপটি কামড় দেয়। দ্রুত হাসপাতালে নিলেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।”
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.