বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে উপজেলা জামায়াত। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
বাঁশখালীর বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় কোরআন হাদীস প্রশিক্ষণ, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বই নোট, আলোচনা সভা ও মুনাজাতের মাধ্যমে কর্মশালা সম্পন্ন হয়।
উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সদস্য অঞ্চল টিমের সদস্য আলহাজ্ব জাফর সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও মোহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো. আরিফ উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাও মো. সোলায়মান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাও মো. শহিদুল্লাহ ও উপজেলা অফিস সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.