
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর আসনের সাথে বহুলী ইউনিয়ন পুনঃসংযুক্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদানের পর বহুলীর মানুষ তাদের দাবি আদায়ে সফল হয়েছে।
২০১৮ সালে বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ-২ থেকে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। কারণ, বহুলী থেকে কাজীপুরের দূরত্ব ২৮ কিলোমিটার হলেও সদর শহরের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। এই অযৌক্তিক সংযুক্তির প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন তারা।
অবশেষে সকল প্রচেষ্টার পর গত ৩০ জুলাই ২০২৫ ইং বহুলী ইউনিয়নকে পুনরায় সিরাজগঞ্জ-২ (সদর আসন) এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সাধারণ মানুষ আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করে।
এ বিষয়ে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, বহুলীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। আমাদের আন্দোলন সফল হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
এ সময় বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আলী, সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক মাহমুদুল চৌধুরী ও যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহঅন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।