নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুইশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়নের ইছামতী, পদমপাল, বহুলী আশ্রয়ণ প্রকল্পের ২০০পরিবারের মাঝে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের উপস্থিতি এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বহুলী ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, সাইদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন খাঁন (আতিকুর রহমান), মোঃ আরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরনকালে অতিথিরা বলেন, তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পগুলোতে ২শ কম্বল বিতরণ করা হচ্ছে। এসময় তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।