বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতায় এ অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে দুই দফায় প্রকল্পের মেয়াদ এবং বরাদ্দ বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
২০১৬ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ১৯০ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়কের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। নির্ধারিত মেয়াদ ২০২১ সালের আগস্ট থেকে প্রথম দফায় ২০২৪ সালের ডিসেম্বর এবং পরে দ্বিতীয় দফায় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্পের বাজেটও প্রায় দ্বিগুণ হয়ে ১৮ হাজার ৬৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।
একই অবস্থা সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পেরও। ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ প্রাথমিকভাবে ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণসহ নানা সমস্যার কারণে এর মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে ব্যয়ও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।
প্রকল্প কর্তৃপক্ষের দাবি, ইন্টারচেঞ্জের কাজ ৫২ শতাংশ এবং চার লেন সড়ক প্রকল্পের ৮২ শতাংশ অগ্রগতি হয়েছে। তবে বাস্তবে উল্লাপাড়া, ভূঁইয়াঘাটী, ছোনকা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর মতো বিভিন্ন স্থানে নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। অনেক জায়গায় মূল লেনের পরিবর্তে বিকল্প লেন দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে, ফলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এতে যাত্রীদের মধ্যে বাড়ছে হতাশা ও ভোগান্তি।
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্প দু’টি দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও যোগাযোগ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর দ্রুত সমাপ্তির উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান ও প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রাসেল উভয়েই আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। তবে মাঠপর্যায়ের বাস্তবচিত্র এবং বারবার সময় ও ব্যয় বৃদ্ধি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সরকারি তদারকি ও সমন্বয়ের ঘাটতি দূর করা না গেলে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের পূর্ণতা লাভে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘বিএনপির স্থায়ী কমিটির পদ কি নিলামে উঠছে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির পাঁচটি পদ শূন্য রয়েছে। স্থায়ী কমিটির এই পদগুলো পূরণের জন্য বিভিন্ন মহল থেকে দেনদরবার হচ্ছে। বিএনপি নেতারা মনে করেন আন্দোলনের

বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী

ছাত্রনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক পরিস্থিতিতে ছাত্রনেতাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চলছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর)। সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

স্বরস্বতী পূজাকে ঘিরে ব্যস্ত রাউজানের প্রতিমা শিল্পীরা

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: বিদ্যার দেবী সরস্বতী পূজার দিনক্ষণ গণনা শুরু। এ উৎসবে প্রধান উপজীব্য প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দের এই

সামনে ১০ নম্বর মহাবিপদ সংকেত: সাংবাদিক ইলিয়াস

ঠিকানা টিভি ডট প্রেস: অনলাইন এক্টিভিটিস ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশবাসীকে সতর্ক করে আজ একটি স্ট্যাটাস দিয়েছে, তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা

ঈদের নামাজে বাধা, প্রতিবাদ করায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বোমা বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।