বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতায় এ অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে দুই দফায় প্রকল্পের মেয়াদ এবং বরাদ্দ বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
২০১৬ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ১৯০ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়কের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। নির্ধারিত মেয়াদ ২০২১ সালের আগস্ট থেকে প্রথম দফায় ২০২৪ সালের ডিসেম্বর এবং পরে দ্বিতীয় দফায় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্পের বাজেটও প্রায় দ্বিগুণ হয়ে ১৮ হাজার ৬৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।
একই অবস্থা সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পেরও। ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ প্রাথমিকভাবে ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণসহ নানা সমস্যার কারণে এর মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে ব্যয়ও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।
প্রকল্প কর্তৃপক্ষের দাবি, ইন্টারচেঞ্জের কাজ ৫২ শতাংশ এবং চার লেন সড়ক প্রকল্পের ৮২ শতাংশ অগ্রগতি হয়েছে। তবে বাস্তবে উল্লাপাড়া, ভূঁইয়াঘাটী, ছোনকা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর মতো বিভিন্ন স্থানে নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। অনেক জায়গায় মূল লেনের পরিবর্তে বিকল্প লেন দিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে, ফলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এতে যাত্রীদের মধ্যে বাড়ছে হতাশা ও ভোগান্তি।
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্প দু’টি দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও যোগাযোগ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর দ্রুত সমাপ্তির উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান ও প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রাসেল উভয়েই আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। তবে মাঠপর্যায়ের বাস্তবচিত্র এবং বারবার সময় ও ব্যয় বৃদ্ধি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সরকারি তদারকি ও সমন্বয়ের ঘাটতি দূর করা না গেলে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের পূর্ণতা লাভে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু

জুলাই আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আল আমিন হলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), আহ্বায়ক কমিটি ঘোষণা করা

রাজশাহী কলেজে “মহাবিশ্ব ইনসান ও নামাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ পরিচালিত ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে ” মহাবিশ্ব ইনসান ও নামাজ “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬

জুয়ার আসর বসানোয় কৃষক দলের নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জুয়ার আসর বসানোর অভিযোগে ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি)।

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়—এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ

ইসরায়েলকে চাপ না দেওয়া দেশগুলোও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’: ভলকার তুর্ক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, যেসব দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে না, তারাও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’। এসব দেশ ইসরায়েলকে সহযোগিতা