
তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ২৮ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান উপদেষ্ঠা সরকারের কাছে আনসারসহ বিভিন্ন দল বিভিন্ন দাবি নিয়ে আসছে। আসলে বর্তমান সরকার দাবি পূরণের সরকার না। দাবি পূরণ করতে পারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার, তাদেরই দায়িত্ব আছে দাবি পূরণ করার। বর্তমান সরকারে মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করে খারাপ লোকগুলোকে দলীয় মুক্ত রেখে নিরেপক্ষ লোক দিয়ে পরিবর্তন করতে হবে। নিরেপক্ষ লোকগুলো সুষ্ঠ নির্বাচন দিয়ে চলে যাবেন।
আজ শনিবার বিকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলো কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ডক্টর কেরামত আলী, প্রমুখ।