নিজস্ব প্রতিবেদক: বরিশালের কাউনিয়ায় পাঁচ বছরের শিশু কন্যাকে গলা কেটে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বাবা।
বুধবার (১২ জুন') সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশু রাবেয়া বশরী রোজার বয়স ৫ বছর ৪ মাস। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন,চারমাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গত রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই মেয়েকে হত্যা করেছে। পরে নিজে গলা কেটে আত্মহত্যা করেছে। সামনের রুমে বোন থাকলেও তারা কিছু টের পায়নি।’
বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.