অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।
আহতদের মধ্যে শিবিরের ছয়জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবিরপক্ষের অভিযোগ, কলেজে তাদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদল ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিয়ে সেখানে হামলা চালায়।
অন্যদিকে, ছাত্রদল অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং শিবির কর্মীরা স্থানীয় পাঁচজন ছাত্রদল নেতাকর্মীকে মারধর করে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.