নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে মূল স্টোর রুমটি অক্ষত রয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো কাজে এসে একটি কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ পান। বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাঁরা এসে ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, “সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে নেই। আগুন কেবল হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল, পাশের স্টোর রুমটি নিরাপদ রয়েছে।”
জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, “পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে শব্দ শুনে আমাদের জানান। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। মূল কক্ষে আগুন লাগলেও আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।”
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় অফিসের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও গুরুত্বপূর্ণ নথিপত্রের একটি বড় অংশ রক্ষা পাওয়ায় কর্তৃপক্ষ স্বস্তি প্রকাশ করেছে। নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.