
নিজস্ব প্রতিবেদক: বরগুনায় প্রেমিকাকে কিউট বলায় কলেজপড়ুয়া ছাত্রলীগ কর্মীকে দলবল নিয়ে বেধড়ক মারধর করে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে অপর এক ছাত্রলীগ কর্মী। শনিবার ১৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বরগুনা বাজারের আলাইপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. নাঈম বরগুনা আইডিয়াল কলেজের শিক্ষার্থী। অভিযুক্ত মো. শুভ বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী। তারা দুজন বরগুনা জেলা ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা ও সাইফুল ইসলাম সাগর গ্রুপের কর্মী।’
আহত মো. নাঈম বলেন, ‘শুভ আমাদের বন্ধু। সন্ধ্যায় বরগুনা মাছ বাজারের সামনে থেকে প্রেমিকার সঙ্গে যাচ্ছিল শুভ। এ সময় আমি ও আমার কয়েকজন বন্ধুও সেখানে ছিলাম। মজার ছলে আমাদের মধ্য থেকে ওর প্রেমিকাকে কিউট বলায় কিছুক্ষণ পর সাগর ভাইয়ের গ্রুপের তনু, রাতুল, অন্তরসহ শুভ দলবল নিয়ে আলাইপট্টি এসে আমাকে একা পেয়ে বেধড়ক মারধর করাসহ ইট দিয়ে মাথায় আঘাত করে থেতলে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয় অভিযুক্ত শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। বরগুনা জেলা ছাত্রলীগ নেতা সবুজ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নাঈমকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার মাথা থেতলে গেছে এবং পাঁচটি সেলাই লেগেছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’