
নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের ত্রাণ উদ্যোগের দাবিতে ডানের পোস্টে তিনটি ছবি যুক্ত করা হয়েছে। যার প্রথম দুটি প্রচেষ্টা ফাউন্ডেশনের পেজে তাদের গতকালের প্রোগ্রামের ছবি হিসেবে পাওয়া যায় এবং তৃতীয় ছবিটি ঢাবির অমর একুশে হলের সাধারণ শিক্ষার্থীদের।
ভিডিওটি দেশের চলমান বন্যা পরিস্থিতির দৃশ্যের নয়।
বাংলাদেশে সাম্প্রতিক বন্যার প্রেক্ষাপটে এই ভিডিওটি প্রচার করা হচ্ছে। তবে অন্তত গত ১৬ জুলাই থেকে ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। সে সময়ের একটি পোস্টে এই দৃশ্যকে পাকিস্তানের বলে দাবি করা হয়েছে। অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের বা বাংলাদেশের নয়৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সাধারণ শিক্ষার্থীদের ত্রাণের ছবিকে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণের ছবি হিসেবে প্রচার।
সাম্প্রতিক বন্যার প্রেক্ষাপটে এই ভিডিওটি প্রচার করা হচ্ছে। তবে এটি এক মাসের বেশি সময়ের পুরোনো ভিডিও। গত ১২ জুলাই বৃষ্টিতে কোমরপানিতে ডুবে যায় ঢাকা নিউমার্কেট এলাকা। সে সময়ের দৃশ্য এটি।
দেশের চলমান বন্যায় সেনাবাহিনীর উদ্ধারকার্যের ছবি দাবিতে প্রচারিত এই ছবিগুলো পুরোনো।
বন্যার বাস্তব দৃশ্য প্রকৃতপক্ষে আরো করুণ। তবে, আমাদের বিশ্লেষণে ভাইরাল ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। আলোর প্রতিফলন, শিশুটির চোখের অভিব্যক্তি, কপালের ভাঁজ ও ঠোঁটের অস্বাভাবিকতা ইত্যাদি অসংগতি অনুযায়ী আপাতদৃষ্টিতে অনেকেই ভাইরাল ছবিটিকে এআই জেনারেটেড বলেই ধারণা করেছেন। তাছাড়া, এআই ছবি যাচাইয়ের বিভিন্ন ওয়েবসাইটও ছবিটিকে ৬০% থেকে ৯১% পর্যন্ত এআই বলে ফলাফল দিয়েছে। রিউমর স্ক্যানার টিম হতে MidJourney AI ব্যবহার করে এই একই ধরনের ছবি পুনরায় তৈরি করার চেষ্টায়ও প্রায় একই ফলাফল পেয়েছি আমরা।
বাংলাদেশের চলমান বন্যার ভিডিও দাবিতে মেক্সিকোর বন্যার পুরোনো ভিডিও প্রচার।
ফেনীর বন্যার দৃশ্য দাবিতে ছড়ালো চীনের ভিডিও।
বন্যায় মানবিক বিপর্যয়ের এই ছবিগুলো বাংলাদেশের নয়।
গত জুলাইয়ে মৌলভীবাজারে ছাত্রলীগের সহযোগিতার ছবিকে সম্প্রতি ফেনীতে ছাত্রলীগের সহযোগিতার ছবি হিসেবে প্রচার।
কালবেলার ফটোকার্ড এডিট করে উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে তিন ছাত্রলীগের নিহতের খবর প্রচার।
না, এটি আজকের বন্যার কোনো দৃশ্য নয়। গত মে মাসে এটি ভোলা জেলার দৃশ্য দাবিতে মূল ধারার গণমাধ্যম ডিবিসিতে প্রচার করা হয়। অর্থাৎ, এটা নিশ্চিত যে, ভিডিওটি আজকের নয়৷
গত ২১ আগস্ট কুমিল্লায় ছাত্রদলের খিচুড়ি বিতরণের ভিডিওকে আজকের ছাত্রলীগের খিচুড়ি বিতরণের দাবিতে প্রচার।
বন্যার পানি থেকে বাঁচতে শিশুদের নারিকেল গাছে আশ্রয় নেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সাম্প্রতিক বন্যার প্রেক্ষাপটে ছবিটি ভাইরাল হলেও, এটি সাম্প্রতিক বা পূর্বের কোনো বন্যার দৃশ্য নয়। ২০১৭ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে নদী বিলাসের অন্যান্য ছবির সঙ্গে এই ছবিটিও অন্তর্ভুক্ত থাকতে দেখা যায়। ছবিটির ফটোগ্রাফার নাসিফ ইমতিয়াজ জানিয়েছেন, এটি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে তোলা, যেখানে বাচ্চাটি তার ভাইয়ের সঙ্গে খেলছিল।
চলমান বন্যা পরিস্থিতিতে সড়কে ট্রাক উল্টে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো।
ফেনীর চলমান বন্যার দৃশ্য দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার।
এটি ফারাক্কা বাঁধ নয়। ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ নদীর মাহাবুবনগর, তেলেঙ্গানা এবং কর্নুল জেলার সীমান্তবর্তী অংশে নির্মিত শ্রীশাইলম বাঁধের ভিডিও এটি। এর সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের কিংবা বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। তবে বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চলমান পরিস্থিতিতে ফারাক্কার কয়েকটি গেটও খুলে দেওয়া হয়েছে।
না, এটি ফেনীর কোনো দৃশ্য নয়। গতকাল ২০ আগস্ট বিকেলে ভারতের ত্রিপুরার কদমতলা ব্লক থেকে এই ভিডিওটি ধারণ করা হয় বলে স্থানীয় একজন সাংবাদিক দাবি করছেন এবং সম্ভাব্য সবচেয়ে পুরোনো ভিডিওটি তার আইডিতেই পাওয়া যাচ্ছে। আজ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্যকে ফেনীর দাবিতে প্রচার করা হচ্ছে।
যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। শেখ হাসিনার অনুরোধ ভারত বাঁধ খুলে দিয়েছে শীর্ষক দাবিতে অন্যান্য গণমাধ্যমেও কোনো সংবাদ পাওয়া যায়নি৷