নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ফেনিতে বাচ্চাসহ ৪২৮ জনের মৃত্যু, নোয়াখালীতে ৩৮৫ জনের মৃত্যু, কুমিল্লাতে ১০৩ জনের মৃত্যু শিরোনামে যমুনা টেলিভিশনের একটি ফটোকার্ড ঘুরতে দেখা যায়। শুক্রবার (২৩ আগস্ট) অনেক জনকে সংবাদটি ফেসবুকে শেয়ার করতে দেখা যায়।
ফ্যাক্টচেকে জানা যায়, যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এবং তাদের নিউজে এ ধরনের কোনও সংবাদ প্রচার করা হয় নি। ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া। এছাড়া প্রকাশিত সংবাদটির কোন সত্যতা খুঁজে পাওয়া যায় নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৯ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন।
গত বুধবার (২১ আগস্ট) থেকে ফেনীসহ আট জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। তবে তার কয়েকদিন আগে থেকেই ভারী বৃষ্টি হচ্ছে অনেক জেলায়। এরপর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে বৃহস্পতিবার আরও চার জেলার অনেক জায়গা তলিয়ে যায়।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.