নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিরো আলমকে নিয়ে যান তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে যান হিরো আলম। রাতে তার সঙ্গে রিয়া মনিকে ঘিরে দীর্ঘ আলাপ হয়। সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান জাহিদ। তখন পাশে ঘুমের ওষুধ দেখতে পান তিনি।
জাহিদ হাসান বলেন, “রিয়া মনিকে নিয়ে হতাশা, সামাজিক চাপ আর নানা অপমানজনক প্রশ্নে হিরো আলম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একটু শান্তির খোঁজে আমার বাড়িতে এসেছিলেন। ধারণা করি, হতাশা থেকেই এমন কাজ করেছেন।”
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “হিরো আলম ঘুমের ওষুধ সেবনের পর আমাদের এখানে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া মেডিকেলে পাঠানো হয়েছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।”
হিরো আলমের পরিবার কিংবা ঘনিষ্ঠদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.