বন্দরে কনটেইনার খুলে যা পাওয়া গেল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমভি কোটা অঙ্গন’ জাহাজে করে আনা একটি কনটেইনার হাতছাড়া করতে চায় না কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। এ কারণে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ানোর পরই তৎপরতা শুরু হয়ে যায় কর্মকর্তাদের।

বৃহস্পতিবার বিকেলে জেটিতে জাহাজ ভেড়ানোর পর নামানো হতে থাকে একে একে পণ্যভর্তি কনটেইনার। রাত সাড়ে ১১টায় সন্দেহজনক কনটেইনারটি নামানো হয়। এরপর জেটি চত্বর থেকে নেওয়া হয় বন্দর চত্বরে। দিবাগত রাত ১২টার দিকে কনটেইনারটি খোলা হয়। কনটেইনার খুলে পাওয়া যায় বিদেশি সিগারেট। একটানা চার ঘণ্টা, ভোর চারটা পর্যন্ত চলে সিগারেট গণনা। তাতে হিসাব মেলে, কনটেইনারটিতে ৫০ লাখ শলাকা মন্ড ব্র্যান্ডের সিগারেট রয়েছে’।

চট্টগ্রাম কাস্টমস এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে চালানটি জব্দ করেন। জব্দ করার পর চালানটি আনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বের করতে তৎপরতা শুরু করেছেন কর্মকর্তারা।

সাধারণত কোনো পণ্য চালানে সন্দেহজনক পণ্য থাকলে প্রথমে অনলাইনে সেই চালানটির খালাস স্থগিত করেন কর্মকর্তারা। এরপর চালানটির সঙ্গে যুক্ত সবাইকে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে চালানটির কায়িক পরীক্ষা করা হয়। তবে চালানটি জব্দ করতে জাহাজ ভেড়ানোর পর থেকেই তৎপরতা শুরু হয় কর্মকর্তাদের।

এই চালানের প্রাথমিক আমদানি দলিলের তথ্য অনুযায়ী, চালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠান থাইল্যান্ডের এশিয়ান গ্লোবাল কোং লিমিটেড। চালানটি আমদানির ঋণপত্র খোলা হয়েছে ঢাকার হামকো করপোরেশনের নামে। তারা মূলত পানিশোধন যন্ত্র আমদানির ঋণপত্র খুলেছিল। তবে কোম্পানিটি মৌখিকভাবে কর্মকর্তাদের জানিয়েছে, তারা এই চালান আমদানি করেনি।’

আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর অনুচ্ছেদ ২৫ (১০) অনুযায়ী, আমদানিযোগ্য সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় সংবিধিবদ্ধ সতর্কীকরণ ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। তবে বন্ডেড ওয়‍্যারহাউস সিগারেট আমদানি করলে সিগারেটের প্যাকেটের গায়ে এ ধরনের সংবিধিবদ্ধ সতর্কীকরণ বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় মুদ্রণ করা যাবে। জব্দ করা সিগারেটের গায়ে এমন কোনো লেখা নেই। অর্থাৎ চোরাচালানের পাশাপাশি জব্দ এই সিগারেটের চালানটি আমদানি নিষিদ্ধ।

মিথ্যা ঘোষণা দিয়ে কেন সিগারেট আনা হচ্ছে, জানতে চাইলে কাস্টমস কর্মকর্তারা জানান, সব শর্ত মেনে বৈধপথে সিগারেট আমদানিতে ৫৯৬ দশমিক ২০ শতাংশ শুল্ককর রয়েছে। অর্থাৎ সিগারেটের দাম যদি ১০০ টাকা হয় তাহলে শুল্ককর দিতে হবে ৫৯৬ টাকা। এই বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিতেই মূলত মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট এনেছে চক্রটি।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার জানান, বাজারদর অনুযায়ী জব্দ করা সিগারেটের মূল্য পাঁচ কোটি টাকা। এই সিগারেটের চালান আনার ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৬ ঘণ্টা অতিক্রম হতে চলল। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। সর্বশেষ খবর অনুযায়ী-ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস

অস্ত্র মামলায় পাংশা পৌর সভার ৫নং ওয়াড কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশার অস্ত্র মামলায় তাজুল ইসলাম (৪২) নামে এক কাউন্সিলর কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।অপর আর এক ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া

আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান : নিরাপত্তা উদ্বেগে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানিদের জন্য ভিসার প্রক্রিয়া সম্প্রতি আরও সহজ করেছে বাংলাদেশ। মূলত পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশদ্ভূত যেকোনও দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা

টঙ্গীতে ট্রাকসহ ভেঙে পড়েছে বেইলি সেতু, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি সেতু ভেঙে একটি ট্রাক তুরাগ নদে পড়েছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে ওই এলাকায়। এ ঘটনায় যাত্রীদের বিকল্প পথে

বাংলাদেশিরা না যাওয়ায় হাহাকার করছেন কলকাতার ব্যবসায়ীরা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মারকুইস স্ট্রিট, যা স্থানীয়ভাবে পরিচিত ‘মিনি বাংলাদেশ’ নামে, চরম ব্যবসায়িক সংকটের মুখোমুখি। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে সেখানকার