বন্দরে কনটেইনার খুলে যা পাওয়া গেল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমভি কোটা অঙ্গন’ জাহাজে করে আনা একটি কনটেইনার হাতছাড়া করতে চায় না কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। এ কারণে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ানোর পরই তৎপরতা শুরু হয়ে যায় কর্মকর্তাদের।

বৃহস্পতিবার বিকেলে জেটিতে জাহাজ ভেড়ানোর পর নামানো হতে থাকে একে একে পণ্যভর্তি কনটেইনার। রাত সাড়ে ১১টায় সন্দেহজনক কনটেইনারটি নামানো হয়। এরপর জেটি চত্বর থেকে নেওয়া হয় বন্দর চত্বরে। দিবাগত রাত ১২টার দিকে কনটেইনারটি খোলা হয়। কনটেইনার খুলে পাওয়া যায় বিদেশি সিগারেট। একটানা চার ঘণ্টা, ভোর চারটা পর্যন্ত চলে সিগারেট গণনা। তাতে হিসাব মেলে, কনটেইনারটিতে ৫০ লাখ শলাকা মন্ড ব্র্যান্ডের সিগারেট রয়েছে’।

চট্টগ্রাম কাস্টমস এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে চালানটি জব্দ করেন। জব্দ করার পর চালানটি আনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বের করতে তৎপরতা শুরু করেছেন কর্মকর্তারা।

সাধারণত কোনো পণ্য চালানে সন্দেহজনক পণ্য থাকলে প্রথমে অনলাইনে সেই চালানটির খালাস স্থগিত করেন কর্মকর্তারা। এরপর চালানটির সঙ্গে যুক্ত সবাইকে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে চালানটির কায়িক পরীক্ষা করা হয়। তবে চালানটি জব্দ করতে জাহাজ ভেড়ানোর পর থেকেই তৎপরতা শুরু হয় কর্মকর্তাদের।

এই চালানের প্রাথমিক আমদানি দলিলের তথ্য অনুযায়ী, চালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠান থাইল্যান্ডের এশিয়ান গ্লোবাল কোং লিমিটেড। চালানটি আমদানির ঋণপত্র খোলা হয়েছে ঢাকার হামকো করপোরেশনের নামে। তারা মূলত পানিশোধন যন্ত্র আমদানির ঋণপত্র খুলেছিল। তবে কোম্পানিটি মৌখিকভাবে কর্মকর্তাদের জানিয়েছে, তারা এই চালান আমদানি করেনি।’

আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর অনুচ্ছেদ ২৫ (১০) অনুযায়ী, আমদানিযোগ্য সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় সংবিধিবদ্ধ সতর্কীকরণ ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। তবে বন্ডেড ওয়‍্যারহাউস সিগারেট আমদানি করলে সিগারেটের প্যাকেটের গায়ে এ ধরনের সংবিধিবদ্ধ সতর্কীকরণ বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় মুদ্রণ করা যাবে। জব্দ করা সিগারেটের গায়ে এমন কোনো লেখা নেই। অর্থাৎ চোরাচালানের পাশাপাশি জব্দ এই সিগারেটের চালানটি আমদানি নিষিদ্ধ।

মিথ্যা ঘোষণা দিয়ে কেন সিগারেট আনা হচ্ছে, জানতে চাইলে কাস্টমস কর্মকর্তারা জানান, সব শর্ত মেনে বৈধপথে সিগারেট আমদানিতে ৫৯৬ দশমিক ২০ শতাংশ শুল্ককর রয়েছে। অর্থাৎ সিগারেটের দাম যদি ১০০ টাকা হয় তাহলে শুল্ককর দিতে হবে ৫৯৬ টাকা। এই বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিতেই মূলত মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট এনেছে চক্রটি।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার জানান, বাজারদর অনুযায়ী জব্দ করা সিগারেটের মূল্য পাঁচ কোটি টাকা। এই সিগারেটের চালান আনার ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের বেলকুচিতে নানা আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামির জামিন, ‘ভারতে পালানোর চেষ্টা’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাবা-মা ও মেয়েকে গলাকেটে হত্যা মামলার আসামি রাজীব কুমার ভৌমিক (৩৪) জামিন পেয়েছেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্কের পাশাপাশি

দেশে আরও ১৫৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪৩ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর

গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত

মাংসের প্লেটে মিললো পুরুষাঙ্গ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়ায় রান্না করা মাংসের প্লেটে ‘পুরুষাঙ্গ’ সাদৃশ্য বস্তুর অস্তিত্ব মিলেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি’) দুপুরে সদর উপজেলার কবুরহাট

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘুরতে গিয়ে ভারী বৃষ্টি ও উজানের ঢলের পানিতে নৌকা ডুবে সজল (১৮) ও তন্ময় (১৯) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত