বড় সংঘাতের শঙ্কা ইসরায়েল-ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অবশ্যই জবাব দেবে বলে জানিয়েছে ইসরায়েল সরকার ও দেশটির সামরিক বাহিনী। যদিও মিত্রদেশগুলো পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে।

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দোলরহিম মৌসাভি বলেন, ইরানের স্বার্থের ওপর যেকোনো আগ্রাসনের অবশ্যই এমন জবাব দেওয়া হবে, যার জন্য পরে ইসরায়েলকে পস্তাতে হবে।

বিশ্লেষকেরা বলছেন, এমনিতে ফিলিস্তিনের গাজায় ছয় মাসের বেশি সময় ধরে ইসরায়েল নির্বিচার হামলা চালাচ্ছে। তার ওপর ইরানে পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। দেখা দিতে পারে বড় ধরনের সংঘাত।

ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে বুধবারও বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা একমত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। তবে ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা করবে, নাকি সিরিয়া, লেবানন, ইরাক বা ইয়েমেনে ইরানের মিত্রদের ওপর হামলা করবে-এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

সম্প্রতি ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সফর করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ডেভিড ক্যামেরন সাংবাদিকদের বলেন, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি বলেন, ইরানের হামলার অবশ্যই জবাব দেওয়া হবে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানকে ‘ছেড়ে দেওয়া’ হবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এ বিষয়ে গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের বরাতে এসব সূত্র বলছে, ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করছে, একধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই ইরানের এই হামলার জবাব দেওয়া দরকার।

এছাড়াও, ইরানের ওপর ইসরায়েলের নতুন করে যেকোনো হামলার আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবসের এক আয়োজনে তিনি বলেন, ইসরায়েল যদি আর ন্যূনতম কোনো আগ্রাসন চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন শীর্ষ জেনারেলসহ সাতজন নিহত হন। এর জবাবে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে গত শনিবার ইসরায়েলে হামলা চালায় ইরান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লুন্ঠিত ৫৪৯টি অস্ত্র এবং ৩৭৯৫টি গুলি মোহাম্মাদপুর থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর সেগুলো মোহাম্মদপুর থানায় জমা দিয়েছে সেনাবাহিনীর

অবসরের পর কী করবেন মেসি

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের সায়াহ্নে লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে সবকিছুর স্বাদ পাওয়া আর্জেন্টাইন তারকা আপাতত ফুটবলটা উপভোগ করছেন। তবে যেকোনো সময় আসতে পারে অবসরের ঘোষণা। ঝুলিয়ে

পাকিস্তানে পদত্যাগের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠন করা নিয়ে তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এর মাঝেই দেশটিতে একের পর এক নেতা

ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ থেকে নির্বাচিত খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে

ঈদে এবার হিন্দিতে ডুয়েট গান শোনাবেন মাহফুজুর রহমান

ঠিকানা টিভি ডট প্রেস: প্রতিবছর ঈদ আয়োজনে অন্যতম আকর্ষণ থাকে ড. মাহফুজুর রহমানের গান। এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন এই মিডিয়া

তুর্কি ড্রোনে রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে। তুরস্কের আকিনসি ড্রোন দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে। উদ্ধারকারী দল ওই স্থান থেকে