নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২ শতাধিক নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক জানান, বুধবার জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। কিছু অসৎ ব্যক্তি বিলটিতে উক্ত জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তারা জালগুলো ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় জালগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত জাল উক্ত এলাকায় সড়কে এনে জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা
নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অত্র এলাকাবাসী। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.