প্রতিনিধি, কক্সবাজার: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটির গন্তব্য ভারতের তামিলনাডু/শ্রীলংকা উপকূলের হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলেও জানিয়েছে সংস্থাটি।
অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেয়া হয় ‘দানা’।
প্রবল ঘূর্ণিঝড় দানার ধাক্কা বাংলাদেশে না লাগলেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর সেটি বেশ ক্ষয়ক্ষতি ঘটায়।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, এসময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে ধারনা করা হচ্ছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.