বঙ্গোপসাগ‌রে ফিশিং বোটে ডাকা‌তি ধৃত ইলিশসহ জাল লুটপাটের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন এলাকার মো. আক্তার হোছাইন এর মালিকানাধীন এফ.বি মা বাবার দোয়া ফিশিং বোটে দুধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন ঘটিভাঙ্গা এলাকার এফ.বি মারুফ ফিশিং বোটের মালিক আব্দুচ ছবুরের বিরুদ্ধে। এ ঘটনার অভিযোগে ভুক্তভোগী মো. আক্তার হোছাইন বাদী হয়ে আব্দুচ ছবুরসহ ৯জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজহার দায়ের করেন।

গত ৩১ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে সোনাদিয়া দ্বীপ থেকে ৫০ মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাত আব্দুচ ছবুরের নের্তৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বোট ডাকাতি করে ৬০ পিচ জাল, ১০/১২ লক্ষ টাকার ধৃত ইলিশ মাছ লুট করে নিয়ে যায়। এ সময় বোটে থাকা ১৭ জন মাঝিমাল্লাকে বেধড়ক মারধর করে বোটের ইঞ্জিন বিকল করে দেয়।

বাদীর এজহার সূত্রে জানা যায়, ‘গত ২০ আগষ্ট পটুয়াখালী মহিপুর ঘাট হতে মো. আক্তার হোছাইনের মালিকানাধীন এফ.বি মা বাবার দোয়া ফিশিং বোটটি মাছ ধরার ৬০পিচ জালসহ রসদপত্র নিয়ে বোটের মাঝি শহিদুল্লাহর নের্তৃত্বে ১৭ জন মল্লা সহ বঙ্গোপসাগরে ১১ দিন ধরে মাছ শিকার করে কক্সবাজার ফিশারী ঘাটের উদ্দ্যেশ্যে রাওয়ানা দেন। ৩১ আগস্ট মাছ বোঝাই বোটটি সোনাদিয়া দ্বীপের দক্ষিণে পৌঁছালে পূর্ব থেকে উৎপেঁতে থাকা এফ.বি মারুফ ফিশিং বোটের মালিক আব্দুচ ছবুর ডাকাতসহ তার সহযোগীরা অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতি করে। এ সময় আক্তারের মালিকানাধীন বোটের মাঝিমাল্লাসহ ১৭ জনকে ওই বোটের মেশিন ঘরে আটকে রেখে মারধর করে ১৪টি মোবাইল ছিনিয়ে নেয়।

বোটের মালিক আক্তার হোছাইন অভিযোগ করে আরো বলেন, আসামীরা আমার বোটটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে নজিরার টেকের কাছাকাছি এনে ফিশিং বোটে ধৃত ১০/১২ লক্ষ টাকা মূল্যের ইলিশ মাছ ও ২৫ লক্ষ টাকা মূল্যের ৬০ পিচ জাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা আমার বোটের ইঞ্জিনে আঘাত করে বিকল করে সাগরে ফেলে মহেশখালী ঘাটের দিকে রাওয়ানা দেয়।

পরে ডাকাতমুক্ত হয়ে সারারাত সাগরে ভাসতে থাকে আমার মাঝিমাল্লা। পরদিন সকাল বেলায় অনেক চেষ্টায় বোটের ইঞ্জিন চালু হলে মাঝিমাল্লা সহ বাঁশখালী থানাধীন খাটখালী ঘাটে পৌঁছান। এ বিষয়ে পরদিন কক্সবাজার সদর মডেল থানায় আমি বাদি হয়ে অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান মুঠোফোনে বলেন, ‘বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপে বোট ডাকাতির বিষয়ে কেউ অভিযোগ দিয়েছে কিনা তা দেখে জানাতে পারবো। আমি একটি প্রোগ্রামে আছি। তবে অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জনশক্তি রপ্তানিতে লুটপাট: লোটাস কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের ১২ মামলা

বিশেষ প্রতিনিধি: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল এবং

ঘর নিয়ে বেসামাল আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে আওয়ামী লীগ। বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের তীব্রতা নেই, বিরোধীপক্ষ রীতিমতো নতজানু হয়ে পড়েছে। বিপর্যস্ত পরাজিত হয়েছে। অন্যদিকে

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার মানুষ। এমনকি পরিস্থিতি

শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে: মাওঃ রফিকুল ইসলাম খাঁন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বালাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গনহত্যার বিচার করতে হবে। সেই

সিরাজগঞ্জে কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় ৬৩ কোটি টাকা, ৩৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: চলতি বছরের জুলাই মাসের প্রথম দিকে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায়। পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা’

নিজস্ব প্রতিবেদক: আজ অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সংরক্ষিত আসনে ৪৮ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। বিকেলে তাদের নাম ঘোষণা করা হয়। যারা আওয়ামী