নিজস্ব প্রতিবেদক:ৎমাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি') সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস শিবচরের সূর্যনগর এলাকায় সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই বাস দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর সামনে থাকা বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এসময় বেশকয়েকজন হতাহত হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.