
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩টি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। এতে ঢাকা থেকে ভাঙ্গাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে শিবচরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে। দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি’) সুব্রত গোলদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে যায়। পরে পেছন দিক আসা আরও দুটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ৪ জন আহত হন। পরে ফরিদপুরের ভাঙ্গাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেকার দিয়ে ট্রাকগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।’