প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৩, ৭:৫৬ পূর্বাহ্ণ
বগুড়ার কাহালু কাজীপাড়া বায়তুশ শরফ আয়োজিত হাজী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার বগুড়া বগুড়া জেলার কাহালু উপজেলার কাজীপাড়া বাইতুশ শরফ আয়োজিত নবাগত হাজী সমাবেশ গতকাল সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
কাজীপাড়া বাইতুশ শরফ এর পরিচালক ইদ্রিস আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিলকুঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ ইউনুস আলী ফকির।
বগুড়া লাইট হাউস এনজিওর পরিচালক জনাব হারুন উর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিশ পুনাল ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক আব্দুল আজিজ।
শিলকওর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক রেজওয়ানুল ইসলাম। কাজীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারী।
কাজীপাড়া বাইতুশ শরফ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নজরুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন ।
বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন। কালাই রাজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ সামছুল আলম। বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি মোসাব্বর হাসান মুসা সহ নবাগত ২ শতাধিক হাজিগন এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবাগত হাজিদেরকে সৌদি আরবের সুন্নাতি চাদর উপহার দেন।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.