বগুড়ায় ‘রাজনীতিনিয়ন্ত্রিত’ সাংবাদিকতা

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর খ্যাত বগুড়ায় সাংবাদিকতার রয়েছে অসাধারণ এক সোনালি ঐতিহ্য। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার, দ্রোহ-বিদ্রোহের শিল্পসমৃদ্ধ বাণিজ্যিক এই শহরটি জন্ম দিয়েছে কয়েক ডজন পত্রিকার। দশকের পর দশক ধরে হয়ে উঠেছে গুণী আর জাতীয়ভাবে আলোচিত সাহসী সাংবাদিকতার আঁতুড়ঘর।

তবে আশি-নব্বই দশক থেকে শুরু করে শূন্য দশক পর্যন্ত বগুড়ায় অনুসরণীয় ও দৃষ্টান্তমূলক সাংবাদিকতার চর্চা দেখা গেলেও পরবর্তী সময়ে হঠাৎ মোড় ঘুরে যায়। ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত দেড়/দুই দশকে বগুড়ায় বিকাশ ঘটেছে সংগঠনভিত্তিক ‘নিয়ন্ত্রণযোগ্য’ এক বিরূপ সাংবাদিকতার। সিনিয়র সাংবাদিকরা হয়ে উঠেছেন পদ-পদবিনির্ভর, রাজনীতিমুখী। ফলে পুরো কমিউনিটিতে বিভাজন রেখা যতই স্পষ্ট হয়েছে, ততই পরস্পর থেকে দূরে সরে গেছেন পেশাদার সাংবাদিকরা।

দেশীয় রাজনীতি যখন থেকে অসীম ক্ষমতা আর অর্থের উৎস হয়ে উঠেছে, তখন থেকেই তার শিকারে পরিণত হয়েছে গৌরবময় অথচ অনিশ্চয়তার পেশা সাংবাদিকতা। অর্থ-ক্ষমতার প্রলোভনে রাজনীতির হাতে রে*প হতে হতে এক পর্যায়ে সাংবাদিকরা সেটাকে ‘উপভোগ্য’ হিসেবে নিয়েছেন। আগে যেখানে রাজনীতিকরা যেতেন সাংবাদিকদের দুয়ারে, এখন সাংবাদিকরাই লুটে পড়েন রাজনীতিকদের পায়ে।

জাতীয় সাংবাদিকতায় উপভোগের এই চর্চা লুফে নিয়েছেন বগুড়ার সাংবাদিকরাও। ফলে রাজনৈতিক ঘৃণাবাদ আর প্রতিহিংসা চর্চায় আক্রান্ত হয়ে দিন দিন বহুবিভাজিত হয়ে পড়েছেন তারা। সাংবাদিক সংগঠনগুলোতে বহুমত আর পথের চর্চা বাধার মুখে পড়ছে। কর্তৃত্ববাদ আর স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গ্রাস করেছে সাংবাদিকদের। ফলে সময়ের প্রয়োজনে, ডিজিটাল সাংবাদিকতার সুযোগে জেলার সাংবাদিকতায় নতুনমুখের বহু তরুণের উপস্থিতি ঘটলেও তারা উপেক্ষিতই থেকে যাচ্ছেন।

আর তাতে পাঁচ/ছয় দশকের ঐক্যবদ্ধ সাহসী ও সৃজনশীল সাংবাদিকতার ‘বাতিঘর’ বগুড়া প্রেসক্লাব পরিণত হয় রাজনীতির গণমাধ্যম শাখায়। দলীয় আদর্শ আর সাংবাদিকতার নীতিবোধের দেয়াল ভেঙে গুঁড়িয়ে যায়। পেশাদার সাংবাদিকরা হয়ে পড়েন কোণঠাসা। বাড়তে থাকে রাজনীতির আদর্শমুখী অপেশাদার সাংবাদিকদের দাপট। এক পর্যায়ে মূলধারার প্রেসক্লাবের বিপরীতে আরেকটি বিকল্পধারার প্রেসক্লাব তৈরি হয়।

গত ৫ আগস্ট রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনৈতিক একচেটিয়া পক্ষপাতিত্বের সাংবাদিকতার গালে পড়েছে বড় চপেটাঘাত। ফলে রাজনীতিমুখী চর্চার বদলে জনমুখী সাংবাদিকতার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। পিছিয়ে নেই বগুড়ার সাধারণ মানুষও। তারা সাংবদিকতার হারানো গৌরব ফেরত চান। ফলে রাজনৈতিকভাবে রে*প হওয়ার উপভোগ্য অনুভূতি থেকে সরে আসার কোনো বিকল্প নেই সাংবাদিকদের।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকাল

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন

এস.বি.রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  নানা আয়োজনে জাতীয় শোক দিবস  পালিত 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট-২০২৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী

‘দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি’

বাংলা পোর্টাল: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে। ২০২৯ সালের ২৯ জানুয়ারি এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। রাষ্ট্রপতি মো.

জাপার কেন্দ্রীয় যে ২ নেতাকে অব্যাহতি’

ঠিকানা: জাতীয় পার্টি (জাপা’) থেকে কেন্দ্রীয় দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হঠাৎ বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ

পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করল রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক: অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় ছয় মাসের জন্য পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করলো রাশিয়া। আগামী সপ্তাহ থেকে দেশটির এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি’)