বগুড়ায় ‘রাজনীতিনিয়ন্ত্রিত’ সাংবাদিকতা

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর খ্যাত বগুড়ায় সাংবাদিকতার রয়েছে অসাধারণ এক সোনালি ঐতিহ্য। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার, দ্রোহ-বিদ্রোহের শিল্পসমৃদ্ধ বাণিজ্যিক এই শহরটি জন্ম দিয়েছে কয়েক ডজন পত্রিকার। দশকের পর দশক ধরে হয়ে উঠেছে গুণী আর জাতীয়ভাবে আলোচিত সাহসী সাংবাদিকতার আঁতুড়ঘর।

তবে আশি-নব্বই দশক থেকে শুরু করে শূন্য দশক পর্যন্ত বগুড়ায় অনুসরণীয় ও দৃষ্টান্তমূলক সাংবাদিকতার চর্চা দেখা গেলেও পরবর্তী সময়ে হঠাৎ মোড় ঘুরে যায়। ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত দেড়/দুই দশকে বগুড়ায় বিকাশ ঘটেছে সংগঠনভিত্তিক ‘নিয়ন্ত্রণযোগ্য’ এক বিরূপ সাংবাদিকতার। সিনিয়র সাংবাদিকরা হয়ে উঠেছেন পদ-পদবিনির্ভর, রাজনীতিমুখী। ফলে পুরো কমিউনিটিতে বিভাজন রেখা যতই স্পষ্ট হয়েছে, ততই পরস্পর থেকে দূরে সরে গেছেন পেশাদার সাংবাদিকরা।

দেশীয় রাজনীতি যখন থেকে অসীম ক্ষমতা আর অর্থের উৎস হয়ে উঠেছে, তখন থেকেই তার শিকারে পরিণত হয়েছে গৌরবময় অথচ অনিশ্চয়তার পেশা সাংবাদিকতা। অর্থ-ক্ষমতার প্রলোভনে রাজনীতির হাতে রে*প হতে হতে এক পর্যায়ে সাংবাদিকরা সেটাকে ‘উপভোগ্য’ হিসেবে নিয়েছেন। আগে যেখানে রাজনীতিকরা যেতেন সাংবাদিকদের দুয়ারে, এখন সাংবাদিকরাই লুটে পড়েন রাজনীতিকদের পায়ে।

জাতীয় সাংবাদিকতায় উপভোগের এই চর্চা লুফে নিয়েছেন বগুড়ার সাংবাদিকরাও। ফলে রাজনৈতিক ঘৃণাবাদ আর প্রতিহিংসা চর্চায় আক্রান্ত হয়ে দিন দিন বহুবিভাজিত হয়ে পড়েছেন তারা। সাংবাদিক সংগঠনগুলোতে বহুমত আর পথের চর্চা বাধার মুখে পড়ছে। কর্তৃত্ববাদ আর স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গ্রাস করেছে সাংবাদিকদের। ফলে সময়ের প্রয়োজনে, ডিজিটাল সাংবাদিকতার সুযোগে জেলার সাংবাদিকতায় নতুনমুখের বহু তরুণের উপস্থিতি ঘটলেও তারা উপেক্ষিতই থেকে যাচ্ছেন।

আর তাতে পাঁচ/ছয় দশকের ঐক্যবদ্ধ সাহসী ও সৃজনশীল সাংবাদিকতার ‘বাতিঘর’ বগুড়া প্রেসক্লাব পরিণত হয় রাজনীতির গণমাধ্যম শাখায়। দলীয় আদর্শ আর সাংবাদিকতার নীতিবোধের দেয়াল ভেঙে গুঁড়িয়ে যায়। পেশাদার সাংবাদিকরা হয়ে পড়েন কোণঠাসা। বাড়তে থাকে রাজনীতির আদর্শমুখী অপেশাদার সাংবাদিকদের দাপট। এক পর্যায়ে মূলধারার প্রেসক্লাবের বিপরীতে আরেকটি বিকল্পধারার প্রেসক্লাব তৈরি হয়।

গত ৫ আগস্ট রক্তাক্ত গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনৈতিক একচেটিয়া পক্ষপাতিত্বের সাংবাদিকতার গালে পড়েছে বড় চপেটাঘাত। ফলে রাজনীতিমুখী চর্চার বদলে জনমুখী সাংবাদিকতার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। পিছিয়ে নেই বগুড়ার সাধারণ মানুষও। তারা সাংবদিকতার হারানো গৌরব ফেরত চান। ফলে রাজনৈতিকভাবে রে*প হওয়ার উপভোগ্য অনুভূতি থেকে সরে আসার কোনো বিকল্প নেই সাংবাদিকদের।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রীকে এক থাপ্পড়ে রণক্ষেত্র চবি এলাকা: শিক্ষাঙ্গনে আবার অস্থিরতা

ডেস্ক রিপোর্ট: দেরিতে বাসায় প্রবেশের চেষ্টা নিয়ে ছাত্রীর সঙ্গে বাসার দারোয়ানের বাগ্‌বিতণ্ডা। এরপর দারোয়ানের এক থাপ্পড়। এর জেরেই ধারালো অস্ত্র, ইট, পাথর ও লাঠিসোঁটা নিয়ে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক: ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার ২১ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। আগামী

ধর্ষণবিরোধী সমাবেশে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: গত ৪ আগস্ট ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে হামলাকারীদের অন্যতম সন্ত্রাসী যুবলীগ নেতা মো. জাহাঙ্গীরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ)। দুপুরে

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারত, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) দেশ তিনটি পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়। এর মধ্যে

যুমনা সেতুর উপর দুর্ঘটনা, ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: যমুনা সেতুর উপর একাধিক দুর্ঘটনা, গাড়ী বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি