
নিজস্ব প্রতিনিধি: পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহর শাখার সেক্রেটারি আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিসে শূরার সদস্য, শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর আসনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এসময় বিশেষ অতিথি হিসেবে শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা সরকারের কাছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।