বইমেলায় থাকছে কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির গল্পগ্রন্থ ‘নীল সমাধির স্মৃতি’

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তাঁর অনন্য গল্পগ্রন্থ ‘নীল সমাধির স্মৃতি’। বইটির লেখক ‘কবি ও কথাসাহিত্যিক’ জসিম উদ্দিন মনছুরি। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান গলুই প্রকাশন। এবারের ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে।

এ গল্পগ্রন্থ সম্পর্কে লেখক মনছুরি বলেন, ‘এই গল্পগ্রন্থে সমকালীন জীবনধারা ও সমাজবাস্তবতায় ক্ষয়িষ্ণু মূল্যবোধ, পচনশীল ও অবনমনশীল মানবিকতার বিকার, জীবন-সংগ্রামের বহুবর্ণিল জীবন ও সমাজচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। জমিদারের রক্ত স্নাতক দহলিজ, দেহ প্রসারীনি, তেতুমিয়া, নসু চেয়ারম্যান, ভাগ্যের হেলা, নীল সমাধির স্মৃতি, সম্প্রীতির দ্বন্দ্ব, কবির অব্যক্ত কথা সহ বইটিতে বারোটি গল্প স্থান পেয়েছে। আশা করি ‘নীল সমাধির স্মৃতি’ বইটি পাঠকের ভালো লাগবে।’

বইটি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘এ গল্পগ্রন্থে বিশেষ করে সমুদ্র-উপকূলবর্তী জনপদের লোকায়ত জীবন-সংস্কৃতি, লোকায়ত জীবন থেকে উৎসারিত লোকভাষা ব্যবহার, চরিত্র ও সংলাপ সৃষ্টির অসাধারণ নান্দনিক সক্ষমতা তাঁর গল্পগুলোকে ভিন্নমাত্রা দান করেছে। গল্পে প্লট, কাহিনি, ভাষা ও পরিবেশ রচনায় কিংবা জীবনদর্শন উপস্থাপনে মনজুরির মুন্সিয়ানা চোখে পড়বার মতো। বিষয় ও গল্পবুননে গল্পকার অভিনব শিল্পবোধ ও সমাজমনস্কতার পরিচয় দিয়েছেন এবং মানুষ ও সমাজের প্রতি থেকেছেন দায়বদ্ধ।’

‘নীল সমাধির স্মৃতি’ বইটির প্রচ্ছদ করেছেন কাজী হক। প্রকাশক কাজী সাইফুল হক, গলুই প্রকাশন। বইটির প্রচ্ছদ মূল্য ২৫০ টাকা। অমর একুশে বইমেলায় গলুই প্রকাশনার স্টলে বিশেষ ছাড়ে পাওয়া যাবে বইটি।

নীল সমাধির স্মৃতি (২০২৪) সহ এ পর্যন্ত লেখকের পাঁচটি বই বইমেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত অন্যান্য বইসমূহ- মিশ্র মিতালি (কাব্যগ্রন্থ-২০২১), রিক্তদহন (কাব্যগ্রন্থ-২০২১), বিম্বিত প্রতিচ্ছবি (গল্পগ্রন্থ-২০২২), আদি-অন্ত (উপন্যাস-২০২৩) যন্ত্রস্থ।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় অঞ্চল গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের মৌলানা মোহাম্মদ আলীর বাড়িতে ১ ফেব্রুয়ারি ১৯৮৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি। বাবা মৌলানা মোহাম্মদ আলী ও মা আয়েশা খাতুন। তিনি বাবা-মায়ের তৃতীয় সন্তান। কৃতিত্বের সাথে তিনি বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চট্টগ্রাম কলেজ থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরে তিনি চট্টগ্রাম দারুল ইরফান একাডেমিতে কিছুদিন শিক্ষকতা করেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে নিয়োগপ্রাপ্ত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন। কলেজ জীবন থেকেই কবিতার সঙ্গে তাঁর গৃহস্থালি। সমসাময়িক বিষয় নিয়ে লেখালিখি করেন আঞ্চলিক ও জাতীয় গণমাথ্যমে। লিটলম্যাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি ধারাবাহিক সামাজিক নানা অসঙ্গতি নিয়ে অব্যাহত রেখেছেন লেখালেখি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে ২৮ শে অক্টোবর লগি বৈঠার বর্বরাচিত হত্যার প্রতিবাদে সমাবেশ 

লুৎফর রহমান তাড়াশ: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে।এই হত্যার

এবার আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ প্রায় ২০০ নেতার অবস্থান ফাঁস

অনলাইন ডেস্ক: শীতের সন্ধ্যা, কলকাতার উপকণ্ঠের এক রাস্তায় গাড়িতে কথা বলার জন্য বসেছিলাম আমি আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য। যাত্রাপথটা ছিল আধঘণ্টার একটু

প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য

ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে নেওয়া হয়েছে বেগম জিয়াকে?

নিজস্ব প্রতিবেদক: গত রাতে আকস্মিকভাবেই বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তার শারীরিক অবস্থার অবনতির জন্যই তাকে এভারকেয়ারে নেওয়া

আজিজ-বেনজীর কার সৃষ্টি, প্রশ্ন ফখরুলের

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

বাড়িতে বসেই হাতবোমা বানাচ্ছিলেন তারা, অতঃপর…..

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলায় হাতবোমা বানাতে গিয়ে মোদাচ্ছের হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে বরিশাল শেরে