ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, “৫ আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে নব্যফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক ও জালিমের বিরুদ্ধে লড়াই হবে।”
তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে ইসলামপন্থী ও সাধারণ—এ দুই ভাগে বিভক্ত। ইসলামী দলগুলোর ভোট একত্রে পড়লে বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হবে।
বিএনপিকে উদ্দেশ করে শায়েখে চরমোনাই বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে বর্তমান বিএনপি নেই। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে। আওয়ামী লীগ যে স্লোগান আলেম-ওলামাদের বিরুদ্ধে দিতো, এখন বিএনপিও তা-ই দিচ্ছে।”
হাদিয়া ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদা জোর করে আদায় করা হয়, আর হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দেওয়ায় মানুষকে হত্যা পর্যন্ত করা হয়, কিন্তু হাদিয়া না দিলে কাউকে কষ্টদায়ক কথাও বলা হয় না।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির বাইরে জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। স্বাধীনতার পর থেকে সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা—এসব শ্লোগান শুনে আসছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ আসনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলআমিন, জেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর-কাঠালিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হক, হেফাজতে ইসলামের আমীর মাওলানা আ. রহিম খান প্রমুখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.