আন্তর্জাতিক ডেস্ক: আবারও সমলিঙ্গের বিয়ে পশ্চিমবঙ্গে। এবার রাজ্যটির মালদা জেলায় বিয়ে করেছেন দুই নারী। বুধবার রাতে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজের কাছে কালীবাড়ি মন্দিরে বিয়ে করেন পপি মণ্ডল ও প্রতিমা বিশ্বাস। তাদের এই বিয়ে দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাসের বাড়ি বামনগোলা থানার লালগোলা ও কালিয়াচক থানা এলাকায়।
তারা জানান, দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে কথা বলতে বলতে সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। একসময় তারা বুঝতে পারেন একে অপরকে ছাড়া তারা থাকতে পারবেন না। এরপরেই সিদ্ধান্ত নেন বিয়ের। এই সম্পর্কে তাদের পরিবারের কারো সম্মতি ছিলনা। তাই বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেন তারা।
ওই দুই নারী জানান, আপাতত তারা একটি ভাড়া বাসায় উঠবেন। তারা সামাজিক সমালোচনার ভয়ও করেন না। বিয়ের মাধ্যমে তাদের ভালোবাসার জয় হয়েছে বলে মনে করেন তারা।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.