ঠিকানা টিভি ডট প্রেস: ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ চালু করবে প্রতিষ্ঠাতা মেটা। এর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কিছু সুবিধা পাওয়া যাবে এখন হোয়াটসঅ্যাপেও। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে আপলোড করা স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি পোস্ট করা যাবে। তাই আলাদা করে আর ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না।'
নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও অনুসরণ করা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও নিজেদের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তিকে দেখানোর সুযোগ পাবেন।
মেটা বলেছে, অ্যাকাউন্টস সেন্টারে হোয়াটসঅ্যাপ যোগ করার বিষয়টি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক থাকবে ও ডিফল্টভাবে বন্ধ থাকবে এটি। পাশাপাশি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ ও বিভিন্ন কল।
কোম্পানিটি বলেছে, এ টুলটি বেছে নেওয়ার ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের সঙ্গে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করার বিষয়টি আরও সহজ হবে। পাশাপাশি প্রয়োজনের সময় আরও সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করাও যাবে।
এছাড়াও মেটা একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশনকে এক জায়গায় নিয়ে আসা।
ধারণা করা হচ্ছে, আগামী মাস থেকে ধীরে ধীরে গোটা বিশ্বের ব্যবহারকারীদের জন্য এ আপডেটেড ভার্সনটি চালু হবে।'