ফেসবুকের প্রেমকিকে কোটি টাকা দিয়ে প্রতারিত নারী

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাইলটের পরিচয় দেয়া ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ১ কোটি ৯ লাখ টাকা দিয়ে প্রতারণা শিকার হয়েছেন এক নারী। প্রতারকের খপ্পরে পড়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এখন। ব্যাংকের চাকরি হারিয়ে কয়েক মাস ধরে বেকার। ব্যাংকসহ বিভিন্নজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা দিতে হচ্ছে। তাঁর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন টিউশনি (শিক্ষার্থী পড়ানো) করতে হচ্ছে।

ফেসবুকে পরিচয়ের পর বৈমানিক পরিচয়ে এক নারীর সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। নিজেকে পরিচয় দেন যুক্তরাষ্ট্রপ্রবাসী হিসেবে। বছর চারেক আগে বিবাহবিচ্ছেদ হওয়া ওই নারীকে যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে নিয়েছেন ১ কোটি ৯ লাখ টাকা। তবে তিনি বৈমানিক নন, নন যুক্তরাষ্ট্রপ্রবাসীও। বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা তিনি। নাম তাঁর বেনজীর হোসেন (৪০)

ভুক্তভোগী নারীর মামলা তদন্ত করে নড়াইল থেকে বেনজীরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। সিটিটিসি আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে বলেছে, বিয়ে করার ফাঁদে ফেলে বেনজীর ভুক্তভোগী নারীর কাছ থেকে ১ কোটি ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী নারীর ভাষ্য, নিজের সঞ্চিত অর্থ, ব্যাংক লোন ও মানুষের কাছ থেকে ধারদেনা করে তিনি এই টাকা প্রতারকের দেওয়া একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের নম্বরে পাঠিয়েছিলেন। এই সম্পর্কের জের ধরে ব্যাংকের চাকরিও ছাড়েন।

কুল-কিনারা না পেয়ে গত বছরের নভেম্বরে ভুক্তভোগী নারী রাজধানীর ওয়ারী থানায় মামলা করার কিছুদিনের মধ্যে বেনজীরকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ব্যাংকঋণসহ বিভিন্নজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা পরিশোধের চাপ সামলাতে না পেরে বাধ্য হয়ে ওই নারী আসামির সঙ্গে আপস করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ব্যাংকে চাকরি করতাম। কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে চাকরি হারিয়েছি। কোটি টাকা হারানোর পর আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। টাকা শোধ করতে পারছিলাম না। বাধ্য হয়ে আমি ৬০ লাখ টাকায় আসামির সঙ্গে আপস করেছি। আমি সেই টাকা বুঝে পেয়েছি।’

গত ২৮ জানুয়ারি আদালতে জমা দেওয়া আপসনামায় ভুক্তভোগী নারী বলেছেন, তিনি আসামির কাছ থেকে টাকা বুঝে পেয়েছেন। আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই। অভিযুক্ত বেনজীরের আইনজীবী শেখ এনামুল হাসান বলেন, বাদীর সঙ্গে তাঁর মক্কেলের আপস হয়েছে। এরপর আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, কলেজে পড়া অবস্থায় ২০১৩ সালে এক ব্যবসায়ীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই নারীর। তবে পারিবারিক কলহের জেরে ছয় বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। এরপর একমাত্র কন্যাসন্তানকে লালন-পালন করতে থাকেন তিনি। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যান। ২০২০ সালে তিনি একটি বেসরকারি ব্যাংকে অফিসার পদে চাকরিতে যোগ দেন।

গত বছরের মে মাসের প্রথম সপ্তাহে ওই নারী ফেসবুকে শহীদ হাসান নামের একজনের কাছ থেকে বন্ধু হওয়ার প্রস্তাব (ফ্রেন্ড রিকোয়েস্ট’) পান। ফেসবুকে বন্ধু হওয়ার পর শহীদ হাসানের সঙ্গে মেসেঞ্জারে তাঁর কথা হয়। শহীদ হাসান পরিচয় দেওয়া বেনজীর তখন তাঁকে বলেন, তিনি পেশায় একজন পাইলট। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। বসবাস করেন নিউইয়র্ক শহরে। এরপর তিনি কৌশলে ওই নারীর জন্ম, লেখাপড়া, পারিবারিক সব ধরনের তথ্য জেনে নেন।

একপর্যায়ে বেনজীর ভুয়া পরিচয় দিয়ে ওই নারীকে বলেন, ২০১০ সালে এক সড়ক দুর্ঘটনায় বাবা-মাসহ ১২ জন নিকটাত্মীয়কে হারিয়েছেন। কেবল বেঁচে আছেন তাঁর এক চাচা। আরেক মামাতো ভাই একটি বাহিনীতে কর্মরত। তিনি এখন এতিম। ছয় মাস পর চাচা ও মামাতো ভাইকে দেখার জন্য তিনি দেশে আসবেন। তখন নানা আবেগপ্রবণ কথাবার্তার ফাঁদে ফেলেন নারীকে’। একপর্যায়ে মেসেঞ্জারে তিনি ওই নারীকে বলেন, ‘আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না।’ তখন তাঁর সঙ্গে মেসেঞ্জারে নিয়মিত কথা হয় ওই নারীর। একপর্যায়ে প্রতারক তাঁকে বিয়ের প্রস্তাব দেন। বলেন, বিয়ে করে তিনি তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন।

এরপর যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে পাসপোর্ট করানোর জন্য ওই নারীর কাছ থেকে একের পর এক টাকা নিতে থাকেন প্রতারক বেনজীর। ভুক্তভোগী নারী প্রথম আলোকে বলেন, ‘ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য বারবারই তিনি মা-বাবার মৃত্যুর কথা আমাকে বলতেন। তিনি এতিম। আপন বলতে এই পৃথিবীতে তাঁর কেউ নেই। একজন ভালো জীবনসঙ্গী খুঁজছেন। আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন। আমার জীবন বদলে যাবে। তার এমন কথার ফাঁদে আমি পড়ে যাই।’

ভুক্তভোগী নারী দাবি করেন, আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা করানোসহ নানা অজুহাতে টাকা চান প্রতারক। বিশ্বাস করে তিনি টাকা দিতে থাকেন। একটা পর্যায়ে তিনি ৩৭ ভরি স্বর্ণালংকার বিক্রি করেন। নিজের নামে থাকা সঞ্চয়পত্র ভাঙেন, ব্যাংক থেকে ঋণ করেন। ওই নারী বলেন, ‘আমার সঞ্চয় করা যাবতীয় অর্থ আমি তাঁকে পাঠিয়েছি। একটা পর্যায়ের আমি মায়ের কাছ থেকে, নিকটাত্মীয়ের কাছ থেকে ধার করে তাঁকে দিই। এমনও হয়েছে যে আমি নিজের রক্ত বিক্রি করেছি, কিডনি বিক্রিরও সিদ্ধান্ত নিই।’

ভুক্তভোগী নারী আরও দাবি করেন, এই সম্পর্কের জেরে গত বছরের শেষ দিকে তিনি চাকরি থেকেও ইস্তফা দেন। তাঁকে বলা হয়েছিল, যেকোনো দিন বাংলাদেশে এসে তাঁকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন তিনি।

ভুক্তভোগী নারী মামলার এজাহারে উল্লেখ করেন, বৈমানিক পরিচয় দেওয়া ওই ব্যক্তি ছয় মাসের মধ্যে বাংলাদেশে এসে তাঁকে বিয়ে করে আমেরিকায় নেওয়ার কথা বলেছিলেন। ছয় মাস পার হওয়ার পর না আসায় তিনি তাঁর দেওয়া ঠিকানা খুঁজতে খুলনায় যান। কিন্তু শহীদ হাসান নামের কোনো ব্যক্তি সেখানে বসবাস করেন না। এ তথ্য মেসেঞ্জারে জানানোর পর প্রতারক তাঁকে বলেন, একান্ত মুহূর্তের সব ভিডিও তাঁর কাছে আছে। বাড়াবাড়ি করলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ফাঁস করে দেবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক: চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ইব্রাহিম খলিল

মোশাররফ করিমের ৯ নাটকে থাকছে তানহা’

ঠিকানা টিভি ডট প্রেস: আসন্ন ঈদুল ফিতরে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে মোশাররফ করিম অভিনীত প্রায় দুই ডজন নাটক প্রচারিত হবে। তবে এ তালিকার ৯টি নাটকেই

লিটারে যত টাকা বাড়ল ডিজেল, পেট্রল ও অকটেনের দাম

নিজস্ব প্রতিবেদক: ফের জ্বালানি তেলের বাড়ালো সরকার। মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে এক টাকা। পেট্রল ও অকটেনের দাম বেড়েছে

তাড়াশে পৌর জামায়াতের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন ও ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যা 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার দ্বিবার্ষিক কর্মী সম্মেলন ও ইসলামীক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তাড়াশ

‘আপা আপা’ বলে ভাইরাল তানভীর নিজেই আ’লীগের হাতে নির্যাতিত

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার।