
নজরুল ইসলাম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিলে নার্সদের পদায়ন করার দাবিতে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়। তবে হাসপাতালে জরুরী স্কোয়াড রয়েছে যেখানে নার্স নিয়মিত সেবা দিয়ে আসছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মির্জা সুজনের আহ্বানে নার্সিং সুপারভাইজার সেলিনা পারভীনের পরিচালনায় আহ্বায়ক সদস্য আশিফুল ইসলাম আশিক ও আজিম উদ্দিনসহ অন্যান্য নার্সগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০১৬ সালের নিয়োগবিধি বাস্তবায়ন ও অর্গানোগ্রাম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এছাড়া তাদের অভিযোগ নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো কেবল নার্সদেরই জন্য।
অথচ আমলারা ওই পদগুলোতে বসে নার্সদের সঙ্গে চরম অন্যায় করছেন। তাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে অভিজ্ঞ ও দক্ষ নার্সদের পদায়ন করার দাবি জানান তারা।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী এক দফা দাবিতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সরা কর্মবিরতি পালন করছে।
সরেজমিনে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে নার্সদের কর্মবিরতি পালন করতে দেখা যায়।
সিরাজগঞ্জ জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ও সিনিয়র স্টাফ নার্স মির্জা সুজনসহ অন্যান্য সিনিয়র স্টাফ নার্স সেলিনা পারভীন, রাকিবুল ইসলাম, আজিম উদ্দিন, লিপি খাতুন, সামিয়া বাগমারসহ হাসপাতালের কর্মরত নার্সরা বক্তব্য রাখেন।
এছাড়া কর্মবিরতিতে আশিক মাহমুদ, ইজাজ আহমেদ, কাওসার আলী, মিম্বা বানু, জান্নাতি আকতার, আনিসুর রহমান, রোজিনা আক্তার, খাদিজা আক্তার, শারমিন আক্তার, সিদরাতুল মুনতাহাসহ প্রায় ১২৫- ১৩০জন সিনিয়র স্টাফ নার্সগণ উপস্থিত ছিলেন।