কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিরল ও বিশাল আকৃতির কোরাল মাছের। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাজারে নিয়ে আসা হয় প্রায় ২৪ কেজি ওজনের এই কোরাল, যা মুহূর্তেই ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর কাড়ে।
সুন্দরবন উপকূল থেকে মাছটি সংগ্রহ করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বশির গাজী। পরে কুয়াকাটা বাজারে ১ হাজার ৫২০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৯৩৮ টাকায় মাছটি বিক্রি হয়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এটি সেদিনের সবচেয়ে বড় মাছ ছিল।
এর আগে গত ১৫ আগস্ট বঙ্গোপসাগরের লেম্বুরবন এলাকায় জেলেরা ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ ধরেছিলেন। সেটিও একই বাজারে প্রায় ৩৪ হাজার টাকায় বিক্রি হয়।
গাজী ফিশের মালিক মো. বশির গাজী বলেন, "এমন বড় আকারের মাছের চাহিদা সবসময় অনেক বেশি। আমরা উপকূলের বিভিন্ন জেলে ও অবতরণ কেন্দ্র থেকে বড় মাছ সংগ্রহ করি। আজ সুন্দরবন থেকে আনা এই মাছটিও ভালো দামে বিক্রি হয়েছে।"
গবেষকরা বলছেন, বর্ষা মৌসুম মূলত বড় মাছ ধরা পড়ার উপযুক্ত সময়। ওয়াল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান,"এই মৌসুমে উপকূলের নদ-নদী ও বঙ্গোপসাগরের মোহনায় বড় আকারের ইলিশ ও কোরাল ধরা পড়ে। অনেক সময় রোগাক্রান্ত, পেটে ব্যথা, বা মাইক্রোপ্লাস্টিক খাওয়ার কারণে বড় কোরাল মাছ ভেসেও ওঠে।"
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, "এটি উপকূলের জেলেদের জন্য ইতিবাচক খবর। এর আগেও এমন বড় কোরাল ধরা পড়েছে। নিষেধাজ্ঞার সময় মাছ শিকার বন্ধ থাকার সুফলেই জেলেরা এখন বড় ও বেশি পরিমাণ মাছ পাচ্ছে। ভবিষ্যতেও নিষেধাজ্ঞা সঠিকভাবে মানা গেলে এ ধারা অব্যাহত থাকবে।"
বিশাল আকৃতির এই কোরাল বিক্রির খবরে বাজারে উপস্থিত মানুষজনের ভিড় ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.