নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশেষ দূত সের্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ ও শান্তিপূর্ণ।
বৈঠকে সের্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। আলোচনায় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় স্থান পায়। এর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্যপ্রচার মোকাবিলা।
প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রিত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।
অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে, যার শীর্ষ সম্মেলন এক দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়নি। তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্ত হয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা সের্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী তিনি আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২৭ সেপ্টেম্বর অভিবাসী সমাবেশে বক্তব্য রাখবেন। এ ছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.