ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ভোররাতে উপজেলার দেবপুর সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। জব্দকৃত ঔষধের আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, আর্টিলারি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর বিওপির অধীনস্থ সীমান্তবর্তী এলাকায় বিজিবির একটি টহল দল রাতভর অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। অভিযানে আটককৃত ঔষধের আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ০৭ হাজার ৭৪২ টাকা। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ঔষধপত্র স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে ফেনী ব্যাটালিয়ন অব্যাহত গোয়েন্দা তৎপরতাসহ সকল প্রকার অভিযানিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে থাকবে এবং এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.