ফুঁসে উঠছে তিস্তা, উত্তরাঞ্চলে ফের বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ভারতের জলপাইগুড়ি, সিকিমসহ উত্তরের জেলাগুলোতে চলছে প্রবল বৃষ্টিপাত। এ বৃষ্টিপাতের ফলে ফুঁসে উঠছে তিস্তা, জলঢাকাসহ অন্যান্য সীমান্তঘেষা নদীগুলো। দ্রুত পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজল ডোবা তিস্তা ব্যারাজেও। আর এতেই তিস্তার দু’পাড়ে রেড এলার্ট জারি করেছে ভারত সেচ দপ্তর।

ভারতীয় আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী পাঁচ দিন সমগ্র উত্তর-পূর্ব ভারতজুড়ে চলবে ভারি বৃষ্টিপাত। শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়িসহ সিকিম এবং উত্তরের জেলাগুলো। অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলস্রোত সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির পানি।

আবহাওয়া অফিস বলেছে, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৩৬ মিলিমিটার।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, তিস্তা নদীর পাড়ে অবস্থিত ভারতের মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দু’পাশে রেড এলার্ট জারি করা হয়েছে।

হঠাৎ এই ভারি বর্ষণে ভয়ংকর রূপ ধারণ করেছে তিস্তা, জলঢাকা, তোর্সাসহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিস, ঘিস, নেওরার মতো খরস্রোতা নদীগুলো। এর প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তরের জেলা গুলোতেও। ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোর নদ-নদীর পানি।

এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরের জেলা লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিক বিভাগ সূত্রে জানা যায়, রোববার (৩০ জুন’) সন্ধ্যা ৬টায় তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ০০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও রংপুরের নদ-নদীগুলোতেও পানি বৃদ্ধি অব্যাহত আছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া বৃদ্ধি নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আর এতে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

এদিকে পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, শনিবার (২৯ জুন) রাত থেকে রোববার (৩০ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর অঞ্চলে ৩৬৯ মি.লি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে ১৯০, ঠাকুরগাঁওয়ে ১৩০ এবং নীলফামারীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেয়াল টপকে পালালেন হারুন

নিজস্ব প্রতিবেদক: গুঞ্জন উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি’) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তবে, সে বিষয়েও

কেউ মহাসচিব হতে রাজি নয় বিএনপিতে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে তিনি বেশ অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, হৃদরোগের অসুস্থতা সহ তার আরও কিছু শারীরিক জটিলতা

ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ মিছিল

জাবিপ্রবি প্রতিনিধি: আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিরকুমার সংঘের ব্যানারে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। এসময় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত ও চীন’

নিজস্ব প্রতিবেদক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো চীনে। সোমবার (২৩ জানুয়ারি’) দিবাগত মধ্যরাতের এ ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ কেঁপে

ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়: তারেক রহমান

ঠিকানা টিভি ডট প্রেস: ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ফার্মেসিতে অচেতন করে কলেজছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে ফার্মেসিতে অচেতন করে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে নূর হোসেন পলাশ (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২