নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় ফরিদপুরেও রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে চরাঞ্চলের এই সাপের প্রকোপ বেশি । অনেকেই মারা গেছেন এর দংশনে। সেইসঙ্গে এর প্রতিষেধক না থাকায় সবার মাঝেই আতংক বিরাজ করছে। তাই মানুষের জীবন রক্ষার্থে রাসেল ভাইপার মারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা এসেছে।
বৃহস্পতিবার (২০ জুন') সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপ নিয়ে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।'
সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ফরিদপুরে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আনাগোনা দেখা দিয়েছে। সাপের ভয়ে ক্ষেতে কাজ করতে যাচ্ছে না শ্রমিকরা। সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে। যত জন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেককে সাপ প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এর আগে বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.