বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে এক নারী চিকিৎসকের সাথে একই হাসপাতালের পরিচালকের পরকীয়ার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আর এই অপকর্মে সংসার ভাঙ্গতে বসেছে রোকসানা বেগম নামের এক অসহায় নারীর। তিনি ন্যায় বিচার পেতে এদিক ওদিক ছোটাছোটি করছেন।
১১ আগস্ট শুক্রবার বিকালে ওই ভুক্তভোগী নারীর গণমাধ্যমকর্মীদের কাছে তার আর্তনাদ তুলে ধরেন।
তার ভাষ্য, লাইফ জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নুসরাত জাহান বিন্তী প্রেমের জালে ফেলেছেন তার স্বামী ওই হাসপাতালেরই পরিচালক শাহাবুদ্দিন সাবুকে। আর এরপর এই পরকীয়া থেকে তারা বিয়ের সম্পর্কে জড়িয়েছেন বলে শুনতে পাচ্ছি। আমার অনুমতি না নিয়ে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমার কি হবে?
একাধিক সূত্র মতে, শাহাবুদ্দিন সাবুর চারিত্যিক বৈশিষ্ট নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তিনি ইতিমধ্যে চিকিৎসক নুসরাত জাহান বিন্তীকে বিয়ে করে গা ঢাকা দেয়ার অভিযোগ রয়েছে।
পরকিয়া সম্পর্কিত এমন অভিযোগের বিষয়ে নুসরাত জাহান বিন্তীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে নুসরাত জাহান বিন্তীকে বিয়ে করেছেন কিনা ১ম স্ত্রী রোকসানার এমন সন্দেহের অবসান ঘটাতে লাইফ জেনারেল হাসপাতালের পরিচালক শাহাবুদ্দিন সাবুকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ফরিদগঞ্জের লাইফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. পরেশ চন্দ্র পালের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করলে তাকে বিষয়টি অবগত করলে তিনি এক পর্যায়ে মিটিংয়ে ব্যস্ত জানিয়ে ঘটনাটি এড়িয়ে যান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মান্নানকে অবগত করলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু জানিইনা। তবে কেউ লিখিত অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নিবো।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.