
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তেলবাহী জাহাজে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এতে, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন’) বেলা দেড়টার কিছু আগে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আগুন লেগেছে। তারা বেলা ১টা ৩২ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পান এবং বেলা ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গেছে, ট্রলারটিতে ৩-৪ জন লোক ছিল। মূলত, তেল ডিপো থেকে তেল নিচ্ছিল ট্রলারটি। সেখানে রান্নার কাজ চলছিল। সেখান থেকেই আগুন পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে পুড়ে যায় ট্রলারটি।’