আন্তর্জাতিক ডেস্ক: বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমানের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তবে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেওয়া। এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থার আলোচনা শুরু করা উচিত।"
বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন দ্রুতই তার এই মন্তব্য থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায়, এটি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার এই মন্তব্য সমর্থন করে না।
এমন বিতর্কিত মন্তব্যের পর অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এক জনসভায় বাংলাদেশকে লক্ষ্য করে বলেন, “একটি স্বাধীন দেশ হিসেবে আপনাদের অস্তিত্ব ভারতের কাছে ঋণী।” একই সঙ্গে তিনি পাকিস্তানকে একটি “ব্যর্থ জাতি” বলে আখ্যায়িত করেন এবং FATF-এর মতো আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পক্ষে মত দেন।
ওয়াইসির এই বক্তব্য ভারতীয় রাজনৈতিক অবস্থানকে জোরালো করলেও, এটি বাংলাদেশে জাতীয় গর্ব ও স্বাধীনতার প্রেক্ষাপটে স্পর্শকাতর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন মন্তব্য দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়াতে পারে এবং সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।