সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই দাখিল মাদ্রাসায় পড়ুয়া সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়ার পথে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পাইকড়া গ্রামের। ছাত্রীর মা বাদী হয়ে গতকাল বুধবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়,মাদ্রাসায় থেকে নতুন বছরের বই নিয়ে বাড়ি ফেরার পথে মোছাঃ নুরনাহার খাতুন (১৩) কে মিথ্যা বিয়ের প্রলোভন দেখাইয়া ইচ্ছার বাহিরে জোরপূর্বক ভাবে অপহরণ করিয়া সিএনজিযোগে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রীর সঙ্গে ওই যুবকের পরিচয় থাকার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক হয়। আরও জানা যায় অভিযুক্ত যুবক তাঁর এক প্রতিবেশী সাবান আলী সহযোগিতায় ঘটায় এমন কান্ড। এই বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হারুনুর রশিদ জানান,ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে তদন্ত কার্যক্রম শেষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.