লালমনিরহাট প্রতিনিধি: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন রিয়া মনি মানের এক তরুণী। তবে প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নিরুপায় হয়ে পড়েছেন তিনি। লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর শহরের থানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
রিয়া মনি (রিংকি) ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি ব্লকে বাসিন্দা। তিনি ময়নাগুড়ি কলেজের বিএ অনার্য ২ বর্ষে ছাত্রী। গত শনিবার কলেজ থেকে বের হয়ে সীমান্তবর্তী এলাকায় দুইদিন রাত্রি যাপন করার পর। গত মঙ্গলবার রাতে চোরা কারবারিদের সহযোগিতায় বাংলাদেশে এসে প্রেমিক রবির সঙ্গে দেখা করেন।
প্রেমিক রবি লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা।,
রিয়া মনি বলেন, ‘রবির সঙ্গে ফেসবুকে পরিচয়। দেড় বছর প্রেমের পর। রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। এরপর রবি আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পর সে আমাকে বিয়ে করবে না বলে অপারগতা প্রকাশ করেন। আমি নিরুপায় হয়ে পড়েছি।’
তিনি আরও বলেন,‘আমি বর্তমানে বাংলাদেশে থাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি যেহেতু ভারত থেকে এসেছি তাই আমি রবিকেই বিয়ে করতে চাই। আমার মৃত্যু আগ পর্যন্ত হলেও আমি তাকে বিয়ে করতে চাই। এ জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি।’
এ বিষয়ে রবি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।,
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,‘বিষয়টি জেনেছি ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি। আমরা তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে এসেছি। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.