প্রেমের টানে চীনা নাগরিক এখন সিরাজগঞ্জের কাজিপুরে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রেমের টানে এক চীনা নাগরিক এখন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিয়ারা গ্রামে অবস্থান করছেন। বিয়ে করেছেন এই গ্রামের অন্তরা খাতুন(২৭) নামের এক মেয়েকে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চকুুরি করেন। এদিকে বিদেশী নাগরিক জামাইকে দেখতে গ্রামবাসী অন্তরাদের বাড়িতে ভীড় করছেন।

সোমবার দুপুরে বিয়ারা গ্রামে গিয়ে কথা হয় অন্তরা আর চেংনাং এর সাথে।

এসম অন্তরা জানান, কয়েক বছর পূর্বে বাবা মার পছন্দের ছেলের সাথে তার বিয়ে হয়। সেইঘরে তার নয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এরইমধ্যে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। পরে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ নেন। চারমাস পূর্বে তিনি সন্তানকে নিয়ে গাজীপুরের একটি রেস্টুরেন্টে যান। সেখানে দেখা হয় চীনা নাগরিক চেংনাং এর সাথে। এসময় অন্তরাকে দেখে চেংনাং এর ভালো লাগে। দুজন সামাজিক মাধ্যমে ফেসবুকে বন্ধু হন এবং মোবাইল ফোন নম্বর বিনিময় করেন। এরপর থেকে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। অন্তরা বাংলা লিখে চীনা ভাষায় অনুবাদ করে চেংনাং এর নিকট পাঠান। এরপর থেকে বেশ কয়েকবার তারা একসাথে ঘুরে বেড়ান। এক পর্যায়ে চেংনাং এর অনুরোধে অন্তরা তার পিতাকে বিষয়টি খুলে বললে তিনি বিয়েতে রাজী হন। দুই পরিবারের সম্মতিতে গত ২২ নভেম্বর গাজীপুর কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে চেংনাং ইসলাম ধর্ম গ্রহণ করে অন্তরাকে বিয়ে করেন। এরপর গত শনিবার স্বামীকে নিয়ে অন্তরা বাবার বাড়ি কাজিপুরের বিয়ারা গ্রামে আসেন।

অন্তরার পিতা আব্দুর রশিদ জানান, মেয়ের পছন্দের এই বিয়েতে আমি রাজী হয়েছি। এখন মেয়ে জামাই আমার বাড়িতে আছে।

অন্তরা জানান, চেংনাং এখন বাংলা শিখছেন। আর আমিও চায়না ভাষা শেখার চেষ্টা করছি। তবে কথাবার্তা এখনো ট্রান্সলেট করে আদান প্রদান করি। আমি তাকে আমার পূর্বের বিয়ের কথা বলি। তিনি আমার মেয়েকেও দেখেছেন। সব মেনে নিয়েই তিনি বিয়ে করেছেন। আমরা দুজনে এখন সুখেই আছি।

নিজের অনুভূতির কথা জানতে চাইলে চেংনাং বলেন, আমার বাড়ি চীনের হুনান প্রদেশে। আমার পিতার কারখানা আছে। বন্ধুদের সাথে বাংলাদেশে ঘুরতে আসি। অন্তরাকে দেখে আমার ভালো লাগে। আমরা দুজন কথাবার্তা বলি। একসাথে অনেক সময় কাটাই। এরপর বিয়ে করি। বিয়ের বিষয়টি দেশে তার পিতামাতাকে জানিয়েছেন । শীঘ্রই স্ত্রীকে নিয়ে দেশে যাবেন বলে তিনি জানান।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রী, শ্বশুর, শাশুড়ির নামেও সম্পত্তি গড়েছেন এনবিআরের প্রথম সচিব’

নিজস্ব প্রতিবেদক: এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি

চাঁদা না পেয়ে দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে দু’লাখ টাকা চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নির্মাণাধীন দোকান ভাংচুুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও

৭০ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা 

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকার গঠনের পর থেকেই নির্বাচন আগে নাকি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত’

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ওই ঘটনা ঘটে।

যমুনার ভাঙ্গণে বিলিনের পথে শাহজাদপুরের ৭ গ্রাম

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর ও কৈজুরি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে হাট পাচিল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে চলছে যমুনা নদীর ব্যাপক ভাঙ্গণ।