প্রেমের টানে চীনা নাগরিক এখন সিরাজগঞ্জের কাজিপুরে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রেমের টানে এক চীনা নাগরিক এখন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিয়ারা গ্রামে অবস্থান করছেন। বিয়ে করেছেন এই গ্রামের অন্তরা খাতুন(২৭) নামের এক মেয়েকে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চকুুরি করেন। এদিকে বিদেশী নাগরিক জামাইকে দেখতে গ্রামবাসী অন্তরাদের বাড়িতে ভীড় করছেন।

সোমবার দুপুরে বিয়ারা গ্রামে গিয়ে কথা হয় অন্তরা আর চেংনাং এর সাথে।

এসম অন্তরা জানান, কয়েক বছর পূর্বে বাবা মার পছন্দের ছেলের সাথে তার বিয়ে হয়। সেইঘরে তার নয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এরইমধ্যে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। পরে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ নেন। চারমাস পূর্বে তিনি সন্তানকে নিয়ে গাজীপুরের একটি রেস্টুরেন্টে যান। সেখানে দেখা হয় চীনা নাগরিক চেংনাং এর সাথে। এসময় অন্তরাকে দেখে চেংনাং এর ভালো লাগে। দুজন সামাজিক মাধ্যমে ফেসবুকে বন্ধু হন এবং মোবাইল ফোন নম্বর বিনিময় করেন। এরপর থেকে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। অন্তরা বাংলা লিখে চীনা ভাষায় অনুবাদ করে চেংনাং এর নিকট পাঠান। এরপর থেকে বেশ কয়েকবার তারা একসাথে ঘুরে বেড়ান। এক পর্যায়ে চেংনাং এর অনুরোধে অন্তরা তার পিতাকে বিষয়টি খুলে বললে তিনি বিয়েতে রাজী হন। দুই পরিবারের সম্মতিতে গত ২২ নভেম্বর গাজীপুর কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে চেংনাং ইসলাম ধর্ম গ্রহণ করে অন্তরাকে বিয়ে করেন। এরপর গত শনিবার স্বামীকে নিয়ে অন্তরা বাবার বাড়ি কাজিপুরের বিয়ারা গ্রামে আসেন।

অন্তরার পিতা আব্দুর রশিদ জানান, মেয়ের পছন্দের এই বিয়েতে আমি রাজী হয়েছি। এখন মেয়ে জামাই আমার বাড়িতে আছে।

অন্তরা জানান, চেংনাং এখন বাংলা শিখছেন। আর আমিও চায়না ভাষা শেখার চেষ্টা করছি। তবে কথাবার্তা এখনো ট্রান্সলেট করে আদান প্রদান করি। আমি তাকে আমার পূর্বের বিয়ের কথা বলি। তিনি আমার মেয়েকেও দেখেছেন। সব মেনে নিয়েই তিনি বিয়ে করেছেন। আমরা দুজনে এখন সুখেই আছি।

নিজের অনুভূতির কথা জানতে চাইলে চেংনাং বলেন, আমার বাড়ি চীনের হুনান প্রদেশে। আমার পিতার কারখানা আছে। বন্ধুদের সাথে বাংলাদেশে ঘুরতে আসি। অন্তরাকে দেখে আমার ভালো লাগে। আমরা দুজন কথাবার্তা বলি। একসাথে অনেক সময় কাটাই। এরপর বিয়ে করি। বিয়ের বিষয়টি দেশে তার পিতামাতাকে জানিয়েছেন । শীঘ্রই স্ত্রীকে নিয়ে দেশে যাবেন বলে তিনি জানান।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি নয়: নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সরকার তো বলেনি

হিরোশিমার মত কেঁপে উঠছে গাজা, নিষেধাজ্ঞার হুমকি ৩ দেশের!

ডেস্ক রিপোর্ট: চোখের পলকে ধুলোর সঙ্গে মিশে গেলো ঘরবাড়ি। গেল সোমবার গাজার খান ইউনিসে সতর্কবার্তা জারির পরপরই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ১৬ ডিসেম্বর

ঠিকানা টিভি ডট প্রেস: ব্রাজিল ও আর্জেন্টিনা পাশাপাশি দেশ হলেও ফুটবল নিয়ে যেন তারা চিরপ্রতিদ্বন্ধী। সারা বিশ্বে দুই দেশের ভক্ত-অনুরাগীও অসংখ্য। তাদের প্রতিযোগিতা দেখার জন্য

পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজ প্রসঙ্গ

ঠিকানা টিভি ডট প্রেস: এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অবস্থান জানাল পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে, জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক

ফের বাড়ছে বিএনপির কারাবন্দি নেতাকর্মী

ঠিকানা টিভি ডট প্রেস: বিএনপির কারাবন্দি নেতাকর্মীর সংখ্যা আবারও বাড়ছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অধিকাংশ মুক্ত হলেও অনেককে নতুনভাবে

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ আগস্ট) অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।, আবহাওয়াবিদ ড.