ডেস্ক রিপোর্ট: আপনাদের যেই আওয়ামিলীগের জন্যে পরান কান্দে তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হামলা করে বিএনপিকে সেই প্যাদানি দিয়েছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ রবিবার (১১ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস। ইলিয়াস তার পোস্টে বলেন, প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা শুভ সকাল৷ আপনারা আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পাননাই৷ আপনাদের যেই আওয়ামী লীগের জন্যে পরান কান্দে তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হা’মলা করে বিএনপিকে সেই প্যা’দানি দিয়েছে৷
পুলিশ না ডাকলে কয়েকটা হসপিটালে থাকতো উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি দো’চন খাওয়ায় বিশ্বাসী! ১৫ বছর দোচ’ন খেয়েও আওয়ামিলীগের প্রতি তাদের ভালোবাসা কমেনি আশা করি এই হালকা মা’ইরের পরেও ভালোবাসা অটুট থাকবে৷'