প্রশাসন ক্যাডারের আবাসন সমিতি চায় কর সুবিধা, এনবিআর বিবেচনায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পূর্বাচল উপশহরের পাশে আবাসন প্রকল্পের জন্য ৩১৪ বিঘা জমি ক্রয় করেছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সমিতি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতি প্লটে উন্নয়ন ফি হিসেবে প্রায় ৪ লাখ টাকা গ্রহণ করছে। এছাড়া জমির শেয়ার এবং অন্যান্য আনুষঙ্গিক খরচও রয়েছে।

সমিতিটি ‘অলাভজনক প্রতিষ্ঠান’ হিসেবে করের বিশেষ সুবিধা চেয়েছে। তাদের দাবি, এতে সরকারের রাজস্ব ক্ষতি হলেও জমি রেজিস্ট্রেশন খরচ কমবে। পাশাপাশি জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে হস্তান্তরের খরচও কমানোর আবেদন করা হয়েছে। সম্প্রতি এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে চিঠি পাঠানো হয়েছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সমিতির জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে করহার আবাসন কোম্পানির মতো হবে কি না—সেটি এখনও নির্ধারিত হয়নি। তিনি উল্লেখ করেছেন, আইনসঙ্গত ব্যাখ্যার বাইরে কোনো সুবিধা দেওয়া যাবে না।

তদন্তে দেখা গেছে, সমিতি পূর্বাচল ও খিলক্ষেত এলাকায় গ্রিনভ্যালি এবং খিলক্ষেত আবাসন প্রকল্পের প্লট শেয়ার আকারে বিক্রি করছে। প্রতিটি মৌজায় দলিলমূল্য ও উন্নয়ন ফি নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, মস্তুল মৌজায় ১৬ শতাংশ জমির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা, রেজিস্ট্রেশন ফি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা এবং উন্নয়ন ফি ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আইন অনুযায়ী এনবিআরের কর আদায়ের দায়িত্ব রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ‘অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সমিতির কর সুবিধা চাওয়া আইনত সাংঘর্ষিক। যদি প্রশাসন ক্যাডারের আবাসনে কর অব্যাহতি দেওয়া হয়, ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে।’

বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জমিতে কোনো উন্নয়ন কাজ করা হয়নি এবং উৎসে কর ও অগ্রিম আয়কর আরোপিত হলে দ্বৈত কর দিতে হতে পারে। এছাড়া জমি হস্তান্তরে ভ্যাট এবং করহার বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, বিষয়টি এবারের আয়কর আইন ও পরিপত্র অনুযায়ী বিবেচনা করা হবে। সমিতির সভাপতি সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার এখনও কোনো মন্তব্য করেননি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোদীর চালেই বাজিমাত ইউনূসের, বাঁধ দিচ্ছে বাংলাদেশ, এবার ভাসবে ভারত!

ডেস্ক রিপোর্ট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপে যখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে নড়াচড়া শুরু হয়েছে, তখন বাংলাদেশও একের পর এক আত্মবিশ্বাসী সিদ্ধান্তের মাধ্যমে

‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’-রাকিব-নাছিরের ব্যক্তিগত আলাপ ভাইরাল

ঠিকানা টিভি ডট প্রেস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)’ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ স্কুলশিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ কামারখন্দে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি)। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই

জীবননগরে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুল ইসলামকে পৈচাশিকভাবে জবাই করে হত্যার দায়ে স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। শনিবার দিবাগত

নগদ লিমিটেডে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ

সাংবাদিক নির্যাতনের অভিযোগ তাড়াশ থানার ওসি (তদন্ত) পুলিশ লাইনে সংযুক্ত

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার