
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) গণমানুষের নেতা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম এ মুহিত এর সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন, এনায়েতপুর থানা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২২শে মে) বিকাল ৪টার দিকে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে ও সাবেক যুগ্মআহ্বায়ক আঃ সালামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আবু সালেহ আহম্মেদ জামিল, লিয়াকত হোসেন লাবু, থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন ইমন, থানা কৃষকদলেের সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হাসান, এনায়েতপুর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ শাজাহান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের নেতা রবিউল সরকার, জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী জয়, থানা সেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক সোনাউল্লা সরকার, ইসা আহম্মেদ, থানা যুবদলের হাসিবুর রহমান ফরিদ, রঞ্জু, মনির হোসেন বাবুল আখতার বশির, থানা শ্রমিকদলের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল সরকার, খুকনীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন গোলাফ, সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান মজনু, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ওসমান গনী, যুগ্মআহ্বায়ক এ্যাডভোকেট দুলাল, মোঃ হাবিব সরকার, তানবীর মাহমুদ, আবু তালেব প্রমুখ।
এনায়েতপুর হাট খোলা চত্বর থেকে শুরু করে থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আনন্দ মিছিল শেষ করে মিষ্টি বিতরণ করা হয়।