প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তপূর্বক অপসারণের দাবী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী প্রায় দশ হাজার জনগোষ্ঠির একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘৩৫ নম্বর পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক বদরুদ্দীন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্কুলের অবকাঠামোগত সংস্কারের বরাদ্দ আত্মসাৎ, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেছে।

স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, ‘ওই স্কুলের প্রধান শিক্ষক বদরুদ্দীন চৌধুরী ২০১৮ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। তিনি পেশাদার শিক্ষক না হয়ে, হয়ে উঠেছেন পেশাদার রাজনীতিবিদ। শিক্ষকদের আগমন প্রস্থানের হাজিরা বহি সংরক্ষণের তোয়াক্কা করতেন না। খেয়াল খুশি মতো দুপুর ১২ টায় এসে এক/দেড় ঘন্টা থেকে চলে যেতেন। নিয়মিত অনুপস্থিত থেকে পরে হাজিরায় সাইন করে নিতেন। সরকারী পদে থেকে রাজনৈতিক নেতাদের লেজুড়বৃত্তি করে নিজের ক্লাসও স্কুলের সহকারী শিক্ষকদের উপর চাপিয়ে দিতেন এবং তাদের সাথেও দুর্বব্যবহার করতেন। অভিভাবক ও শিক্ষার্থীর সামনে অফিসে বসে সিগারেট সেবন করতেন, চিষ্টাচার বর্হিভূত আচরণ ও রাজনৈতিক আড্ডা বসাতেন স্কুলে।

সরকারী নির্দেশনা মোতাবেক তিন বছর অন্তর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি করার নির্দেশনা থাকলেও বিগত ২০ বছর আগে করা গায়েবী কমিটির সভাপতিকে আনুষ্ঠানিক নির্বাচন ছাড়া পুনঃনির্বাচিত করে পরস্পর যোগসাজশে স্কুলের বরাদ্ধ (বার্ষিক সংরক্ষণ, SLIP, ওয়াশরুম ব্লক মেরামত সহ অন্যান্য বরাদ্ধ) আত্মসাৎ করে করে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ না করে বই খাতা বিক্রির মতো অভিযোগও উঠেছে।

এমনকি বিগত প্রায় ৬ বছর প্রধান শিক্ষক পদে থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের অন্যতম বাধা ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেয়নি, বরং বিদ্যালয়ের নামে ৩৪ শতাংশ জায়গা দানপত্র দলিল থাকা স্বর্ত্বেও নামজারীর উদ্যোগ না নিয়ে ভূমি দাতার ওয়ারিশদের সাথে আপোষ করে নিজের দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দেওয়ারও অভিযোগ আছে। তিন মাস অন্তর অন্তর অভিভাবক সমাবেশের নির্দেশ থাকলেও তার কোনো অস্থিত্ব ছিলো না। তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বললে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানাভাবে লোকজনকে হেনস্থা ও হুমকি ধমকি দিতেন।

ওই প্রধান শিক্ষকের উদাসীন্যতার কারনে ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় এখনো বিদ্যুৎবিহীন অন্ধকারে নির্মজ্জিত। যার দরুণ রাতের আঁধারে স্কুলে মাদক সেবন, জুয়ার আড্ডা চলে। পানির নলকূপ থাকলেও তা সারা বছর নষ্ট থাকে। বিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে তার নীরব ভূমিকা ও উদাসিন্যতাকে দোষীয়েছেন এলাকাবাসী।

আগামী দশ কর্মদিবসের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক বদরুদ্দীন চৌধুরীকে অপসারণ ও তদন্তপূর্বক পূর্বের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংশ্লীষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভাগীয় ব্যবস্থাগ্রহণের এবং সচেতন অভিভাবকদের সমন্বয়ে সরকার ঘোষিত এডহক কমিটি গঠন পরবর্তী বিদ্যালয় পরিচালনার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবী জানান স্থানীয় সচেতন ও অভিভাবক মহল।

এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বদরুদ্দীন চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সত্য নয়। আপনি (প্রতিবেদক) একদিন স্কুলে এসে সবকিছু দেখে যান। আপনি আসলে আমি কি কাজ করেছি তা দেখতে পাবেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক: চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি

জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হয়।

চীনা সহায়তায় সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ। দেশটি থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে আসছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের

এবার কোপায় আলবিসেলেস্তেদের স্কোয়াড যেমন হবে

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি বছরের জুনেই মাঠে গড়াবে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শীর্ষ টুর্নামেন্ট কোপা আমেরিকা। যার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী

১৭ হাজার বাংলাদেশী শ্রমিকদের নিয়ে যা জানালো মালেশিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সহ বিদেশী শ্রমিকদের নিয়োগের সময়সীমা (৩১ মে) বাড়ানোর আবেদন প্রত্যাখান করেছে মালেশিয়া সরকার। আর মালেশিয়া সরকারের এই প্রত্যাখানের ফলে অনিশ্চয়তার মধ্যে পরে

বেলকুচিতে ঈদের ছুটিতেও সেবা দিচ্ছে পরিবার কল্যাণ কেন্দ্রে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ছিল বিরামহীন। ২৪ ঘণ্টা ছিল সেবার দরজা খোলা। এই সময়ে রাজাপুর