নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। তিনিই প্রথম বাংলাদেশ স্কাউটসের সদস্যে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন পেলেন।
২০২৪ সালের বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জনকারীদের তালিকা প্রকাশ করে এপিআর। সেখানে প্রথমেই এপিআর চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ফর গ্যালান্ট্রিতে বাংলাদেশে স্কাউটসের সদস্য বাসিতের নাম প্রকাশ পায়। এ বছর এপিআর ‘গ্যালান্ট্রি’ অর্জন করেছেন একজনই। এ ছাড়া, ২০২৪ সালের এপিআর অ্যাওয়ার্ডগুলোর মধ্যে ‘সার্টিফিকেট অব গুড সার্ভিস’ অর্জন করেছেন ৯ জন, ‘মেডেল ফর মেরিটোরিয়াস কন্ট্রিবিউশন’ অর্জন করেছেন ২ জন, ‘চেয়ারম্যানস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ৫ জন এবং ‘ডিস্টিংগুইশড সার্ভিস টু ইন্টারন্যাশনাল স্কাউটিং’ অর্জন করেছেন ৩ জন। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, হংকং, পাকিস্তান, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার স্কাউট ও স্কাউটাররা এসব অ্যাওয়ার্ড অর্জন করেছেন। স্কাউটার মোহাম্মদ সায়েদ বাসিত ২০০০ সালে কাব স্কাউট হিসেবে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি এবং রোভার অঞ্চলের ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, ২০১৮ সালে নম্বর টু ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং ২০১৭ সালে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে জাতীয় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেন।
২৮-০১-২৫
০১৭১৮৫১১৫৩৪.
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.