প্রথম কর্ম দিবসে কঠোর বার্তা দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন দপ্তরে গিয়ে আহসানুল ইসলাম টিটু দেশের সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেন, দেশে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট থাকতে পারবে না। আর পণ্যের মজুতদারীদের দমন করা হবে শক্ত হাতে।

রোববার (১৪ জানুয়ারি’) নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম দিন এমন কঠোর হুঁশিয়ারি বার্তা দেন।

তিনি বলেন, উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি ও কারসাজি করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এটি প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। আগে কথার কথা বলা হতো। এখন বাস্তবায়ন করা হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসা করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। প্রকৃত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।

প্রতিমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল-সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির অতীতে দেখা যায়নি, আপনি ব্যবস্থা নিতে পারেব কিনা?

জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখতিয়ারে যা আছে তার সর্বোচ্চটুকু দিয়ে পণ্য সরবরাহে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি ও কারসাজি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি পুঁজিবাজারের উদাহরণ টেনে বলেন, সেখানে দায়িত্ব পালনকালে কোনো গ্রুপ, সিন্ডিকেট বা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে দেওয়া হয়নি। এখানেও দেওয়া হবে না। প্রতিমন্ত্রী বলেন, অস্বচ্ছতা শনাক্ত করার যথেষ্ট সিস্টেম বা টুলস আছে। ভয় দেখানোর জন্য বলছি না। ব্যবসায়ীদের অনুরোধ করব-স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে ব্যবসা হলে সহযোগিতা পাবেন। কিন্তু কোনো কারসাজির মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাইলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকরা প্রশ্ন করেন, ব্যবসায়ী হয়ে মন্ত্রী হওয়ার পর ব্যবসায়ীদের পক্ষে চলে যায়’?

জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি ব্যবসায়ী এজন্য কোনো সমস্যা নেই। আমি সহায়তা করব, কিন্তু আমি ব্যবসা করব না। ব্যবসায়ীদের সঙ্গে আমার কোনো যোগসাজশ হওয়ার সুযোগ নেই। কোনো ব্যবসায়ী মহলের স্বার্থ রক্ষা করতে আমি এ সিটে বসিনি।

পণ্য বাজারে নিয়ন্ত্রণে তার পরিকল্পনা জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমি পণ্যের বাজার স্বাভাবিক রাখতে অর্থমন্ত্রীর সহায়তা চেয়ে তার সঙ্গে কথা বলেছি। অর্থমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন। অর্থমন্ত্রীর নেতৃত্বে শিল্প, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় মিলে আমরা একটি টিম হিসেবে কাজ করব। পণ্যের মূল্য কমানোর ক্ষেত্রে কোনো ম্যাজিক নেই। এটি হবে আমাদের স্বচ্ছতা ও কর্মতৎপরতা। আগে কোনো ইস্যু নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হতো অর্থ মন্ত্রণালয়কে। এখন চিঠির সঙ্গে বাণিজ্য সচিবও যাবেন, প্রয়োজনে আমিও। যাতে একটি চিঠি বাস্তবায়নে মাস পর্যন্ত অপেক্ষা করতে না হয়।

মনিটরিং প্রসঙ্গে তিনি কলেন, আমরা কাজ করছি ভোক্তার স্বার্থে। উৎপাদনকারী বা কৃষকের কাছ থেকে দ্রততার সঙ্গে পৌঁছে দেওয়ার কাজ করব। আমদানি করার পণ্যের পরিমাণ, কোন কোম্পানির কাছে কতটুকু আছে, কোন গুদামে কী পরিমাণ পণ্য আছে, ঘাটতি কতটুকু আসে এসব বিষয় এখন ডিজিটালভাবে মনিটরিং করা হবে। এখনো মনিটরিং করা হয়। কিন্তু ডিজিটালভাবে হয়নি। আমরা সরবরাহ ব্যবস্থা ঠিক করার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চাই। বড় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হবে। প্রতিবন্ধকতা চিহ্নিত করা হবে। বাজার কমিটির সঙ্গে কথা বলা হবে। ‘

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামী তালাক দেবেন, তাই কন্যাসন্তান রেখেই পালিয়ে গেলেন সেই মা’

ঠিকানা টিভি ডট প্রেস: দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার আশা পুত্র সন্তানের। তৃতীয়বার যদি কন্যাসন্তানের জন্ম হয় তাহলে তালাক দেবেন স্বামী।

সম্প্রসারিত মন্ত্রিসভায় ফোন পেলেন যারা’

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ গ্রহণ করবেন। এতে যুক্ত হচ্ছেন আরও সাতজন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে

সংসদ নির্বাচনের রেষ বিদ্যালয়ের কমিটি নির্বাচনে, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা’

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মনিরামপুর উপজেলার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলীম জিন্নাহ হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে একটি মাধ্যমিক বিদ্যালয়ের

পাকিস্তানে ভোটের দিন পুলিশের গাড়িতে বোমা হামলা, ৪ কর্মকর্তা নিহত’

আন্তর্জাতিক ডেস্ক: আজ পাকিস্তানে চলছে সাধারণ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে টানা বিকাল ৫টা (বাংলাদেশ সময়

সকাল ১০টায় শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: খুনি শেখ হাসিনার বিচারসহ’ চার দফা দাবিতে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র

দেলোয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১৪ আগস্ট, ২০২৩: যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। সোমবার (১৪